চেক জালিয়াতি

ইভ্যালির রাসেল ও তার স্ত্রীর এক বছরের কারাদণ্ড

জাতীয় ডেস্ক

জুন ২, ২০২৪, ০১:৩৫ পিএম

ইভ্যালির রাসেল ও তার স্ত্রীর এক বছরের কারাদণ্ড

ছবি: সংগৃহীত

ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. রাসেল ও প্রতিষ্ঠানের চেয়ারম্যান তার স্ত্রী শামীমা নাসরিনকে চট্টগ্রামে একটি চেক জালিয়াতির মামলায় এক বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত।

রোববার (২ জুন) দুপুরে চট্টগ্রামের যুগ্ম-মহানগর জজ মো. মহিউদ্দীন এ রায় ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্র পক্ষের সহকারী পাবলিক প্রসিকিউটর এম এস হোসেন সাহেদ।  

হোসেন সাহেদ জানান, “১ লাখ ৮০ হাজার টাকার একটি চেক ডিজঅনার মামলায় ইভ্যালির রাসেল-শামীমা দম্পতিকে এক বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে চেকের সমপরিমাণ টাকা জরিমানা দিতে আদেশ দিয়েছেন।”

বাদীপক্ষের আইনজীবী শাহরিয়ার তানিম জানান, “মামলার শুরু থেকেই রাসেল-শামীমা দম্পতি আদালতে অনুপস্থিত ছিলেন। রোববার তাদের অনুপস্থিতিতে রায় দিয়েছেন বিচারক।”  

উল্লেখ্য, ২০২১ সালের ১৬ সেপ্টেম্বর প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে করা মামলায় রাজধানীর মোহাম্মদপুরের বাসা থেকে রাসেল ও শামীমাকে গ্রেপ্তার করা হয়। ২০২২ সালের এপ্রিলে জামিনে মুক্তি পান শামীমা এবং গত ১৯ ডিসেম্বর জামিনে মুক্তি পান রাসেল। চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ হামজার বাগ এলাকার বাসিন্দা জসিম উদ্দিন আবিদ এই মামলাটি করেছিলেন।

Link copied!