সংখ্যালঘু ইস্যুতে বিদেশি কূটনীতিকদের ব্রিফ করবে সরকার

দ্য রিপোর্ট ডেস্ক

ডিসেম্বর ২, ২০২৪, ১২:৩২ পিএম

সংখ্যালঘু ইস্যুতে বিদেশি কূটনীতিকদের ব্রিফ করবে সরকার

ছবি: সংগৃহীত

বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের পরিস্থিতি, চিন্ময় কৃষ্ণ দাস গ্রেপ্তার ও ইসকনসহ সাম্প্রতিক ঘটনার বিষয়ে আজ বিদেশি কূটনীতিকদের আনুষ্ঠানিকভাবে ব্রিফিং করবে সরকার।

সোমবার, ০২ ডিসেম্বর বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত হবে এই অনুষ্ঠান। 

জানা গেছে, গত কয়েকদিনে বাংলাদেশ নিয়ে জাতিসংঘসহ বিভিন্ন ফোরামে সরকারের প্রতিনিধিরা যা বলেছেন তারই সারাংশ তুলে ধরা হবে ব্রিফিংয়ে। 

আরও পড়ুন: জাতীয় স্লোগান ‘জয় বাংলা’: রায় স্থগিত চেয়ে আবেদন রাষ্ট্রপক্ষের 

আরও পড়ুন: ১৫ আগস্ট ‘জাতীয় শোক’ দিবসের ছুটি ঘোষণার রায় স্থগিত 

সাম্প্রতিক সময়ে ইসকনসহ সংখ্যালঘু ইস্যুতে ভারতীয় সংবাদমাধ্যমে নানা রকম খবর ছাপা হচ্ছে। যার অনেকগুলোই অসত্য বলে দাবি করে পররাষ্ট্র উপদেষ্টাসহ সরকারের দায়িত্বশীল প্রতিনিধিদের অনেকেই গত কয়েকদিনে বক্তব্য দিয়েছেন।

ধারণা করা হচ্ছে, সরকার তাদের দাবির পক্ষে কূটনৈতিক ব্রিফিংয়ে দালিলিক প্রমাণ হাজির করবে। 

Link copied!