একটি পাখির দাম ২ লাখ টাকা। এভাবে কয়েক লাখ টাকার পাখি পুষেছেন মুশফিকুর রহমান ইফাত। ফেসবুকে নিজের ছিল রহমান্স এভিয়েন নামে একটি পাখি পোষার পেজও।
সাদিক এগ্রো থেকে ১৫ লাখ টাকার ছাগল কেনার পর আলোচনায় আসেন ইফাত। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর্মকর্তা ড. মতিউর রহমানের সন্তানের হাতে এত টাকা কীভাবে এলো- সেটা নিয়েই আলোচনা চলতে থাকে। এর মধ্যেই গতকাল মঙ্গলবার ইফাতকে নিজের সন্তান নয় বলেও দাবি করেছেন এনবিআর কর্মকর্তা।
এর আগেও ২০২১ সালে সারা এগ্রো থেকে চড়া দামে গরু কেনেন ইফাত। ২০২৩ সালে দুটি গরু কেনেন।
এছাড়া ইফাতের সঙ্গে আরোহী তাবাসসুম নামে একটি মেয়েকেও দেখা গেছে। তাদের মধ্যে প্রেমের সম্পর্ক আছে বলে নিশ্চিত করেছেন ইফাতের বন্ধুরা।