বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে কোনো মন্তব্য করেনি ভারত

কূটনৈতিক প্রতিবেদক

আগস্ট ৩, ২০২৩, ০৯:০৩ পিএম

বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে কোনো মন্তব্য করেনি ভারত

সংগৃহীত ছবি

বাংলাদেশের আসছে জাতীয় সংসদ নির্বাচন সে দেশের মানুষের ইচ্ছানুসারেই হবে; বাংলাদেশের জনগণ যেভাবে চাইবেন, ভোট সেভাবেই হবে এবং সবকিছু তাঁরাই নির্ধারণ করবেন।

বৃহস্পতিবার নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় আযোজিত সাপ্তাহিক ব্রিফিংয়ে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচি এসব কথা বলেন। তবে বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন নিয়ে বিএনপি নেতাদের মন্তব্য ও ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় কুমার ভার্মার সাথে বিএনপি প্রতিনিধি দলের বৈঠক নিয়ে কোনো মন্তব্য করেননি অরিন্দম বাগচি।  

ভারতীয় সংবাদ সংস্থা এএনআই’য়ের প্রতিবেদনে বলা হয়,ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, “বাংলাদেশের সংসদীয় নির্বাচন পরিকল্পনামতো হোক—এমনটা চায় ভারত। একই সঙ্গে চায় নির্বাচন হোক শান্তিপূর্ণ ও সহিংসতামুক্ত।

এসময় তিনি আরও বলেন, “ বাংলাদেশের জনগণ যেভাবে চাইবেন, ভোট সেভাবেই হবে। সবকিছু তাঁরাই নির্ধারণ করবেন।” এসময় বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে বিএনপি নেতাদের দাবির বিষয়ে নয়াদিল্লির অবস্থান জানতে চাইলে কোনো মন্তব্য করতে রাজি হননি  ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। এমনকি ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনারের সাথে বিএনপি প্রতিনিধি দলের সাক্ষাত বিষয়ে জানতে চাইলেও কোনো উত্তর দিতে চাননি অরিন্দম বাগচি।  

বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচন ঘিরে বিশ্বের  বিভিন্ন দেশ মন্তব্য করেছে। এবিষয়ে প্রতিবেশি দেশ ভারতের মনোভাব কী-সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “নির্বাচন ঘিরে ওই দেশে(বাংলাদেশ) বহু ধরনের তৎপরতা দেখা যাচ্ছে। অনেকেই অনেক মন্তব্য করছেন। আন্তর্জাতিক দুনিয়াও অনেক মন্তব্য করছে। কিন্তু ভারত তো ভারতই। বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ। বাংলাদেশের ঘটনাবলির প্রতিক্রিয়া ভারতের ওপর পড়ে।”

এসময় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরও বলেন, “বাংলাদেশের নির্বাচন ও গণতান্ত্রিক প্রক্রিয়া সে দেশের মানুষের ইচ্ছানুসারেই হবে। ভারত গভীরভাবে তা পর্যবেক্ষণ করছে। তবে এখনই সে বিষয়ে মন্তব্য করার মতো অবস্থানে ভারত নেই।

অরিন্দম বাগচি বলেন, “ভারত চায় নির্বাচন পরিকল্পনামাফিক হোক। সহিংসতা ছাড়া শান্তিপূর্ণ ভোট হোক।”

 

Link copied!