জামায়াতের সমাবেশ : ঢাবিতে পরীক্ষা বয়কটের হিড়িক

সালমান ইবনে সাঈদ শাওন

জুলাই ১৯, ২০২৫, ০২:১৮ পিএম

জামায়াতের সমাবেশ : ঢাবিতে পরীক্ষা বয়কটের হিড়িক

সমাবেশে ক্যাম্পাসে যাতায়াত নিয়ে উদ্বেগ।

সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকায় উদ্বেগজনক পরিবেশ সৃষ্টি, বিশ্ববিদ্যালয়ের বাস চলাচল বন্ধ ও ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা বিঘ্নিত হ‌ওয়ার কারণ দেখিয়ে ঢাবির বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা শনিবার (১৯ জুলাই) চলমান ক্লাস-পরীক্ষা বয়কটের সিদ্ধান্ত নিয়েছে। এর আগে বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে এক বিবৃতির মাধ্যমে জানানো হয় আজকের ক্লাস পরীক্ষা চলমান থাকবে এবং সবাইকে সময় হাতে নিয়ে আসার জন্য। এরপর পরপরই উদ্ভূত পরিস্থিতি ও অতীতের সমাবেশে নারীদের হেনস্তার বিষয়কে উল্লেখ করে বিভিন্ন ডিপার্টমেন্ট পরীক্ষা বয়কটের সিদ্ধান্ত জানাতে থাকে। 

এরমধ্য শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট (আইআর),প্রাণিবিদ্যা বিভাগ, ফলিত গণিত বিভাগ, গণিত বিভাগ, রসায়ন বিভাগ সহ বেশ কয়েকটি বিভাগ বয়কট করার সিদ্ধান্ত নেয়। 

এ ব্যাপারে পরীক্ষা উপ- নিয়ন্ত্রক মো.রোকনুজ্জামান বলেন,"আজকে মোট ২৩ টি বিভাগের পরীক্ষা ছিলো।" 

পরীক্ষা বয়কটের বিষয়টি জানতে চাইলে তিনি বলেন," বিভিন্ন বিভাগের পরীক্ষা নির্দিষ্ট সময়েই হবে। আমাদের এখান থেকে কোন পরীক্ষা পেছানো হয়নি।"শনিবার পরীক্ষা নেওয়ার বিষয়ে তিনি বলেন,"প্রশাসন অনেক আগে থেকেই শনিবারে পরীক্ষা নিয়ে থাকে এবং প্রশাসন সেই নিয়ম অনুযায়ী চলছে। "

এদিকে উদ্ভূত পরিস্থিতির কারণে শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট (আইআর) এর আজকের সকল পরীক্ষা অনিবার্য কারণবশত স্থগিত করা হয়েছে।

এ ব্যাপারে শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব হোসনে আরা বলেন,"রুটিন অনুযায়ী আমাদের পরীক্ষা ছিল আজ। কিন্তু উদ্ভূত পরিস্থিতি ও নিরাপত্তা জনিত কারণে আমরা আমাদের পরীক্ষাটাকে পিছিয়ে দিয়েছি এবং পরীক্ষার রুটিনকে পরিবর্তন করেছি।"

 

Link copied!