নৌকায় ভোট চেয়ে বদলি নোটিশ পেলেন জামালপুরের ডিসি

দ্য রিপোর্ট ডেস্ক

সেপ্টেম্বর ১৪, ২০২৩, ০৯:৩১ পিএম

নৌকায় ভোট চেয়ে বদলি নোটিশ পেলেন জামালপুরের ডিসি

সংগৃহীত ছবি

উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আওয়ামী লীগ সরকারকে পুনরায় নির্বাচিত করে ক্ষমতায় আনার আহ্বান জানিয়ে জামালপুরের জেলা প্রশাসকের (ডিসি) দায়িত্ব থেকে বদলির নোটিশ পেলেন মো. ইমরান আহমেদ। তাঁকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে উপসচিব পদে বদলি করা হয়েছে।

বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

এ ছাড়া পৃথক প্রজ্ঞাপনে বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমির উপপরিচালক (উপসচিব) মো. শফিউর রহমানকে জামালপুরের জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

গত ১১ সেপ্টেম্বর জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় নব নির্মিত পৌর ভবন উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনা সভায় জেলা প্রশাসক মো.ইমরান আহমেদ বলেন, যে সরকার এ উন্নয়ন করেছে, এই উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য সেই সরকারকে পুনরায় নির্বাচিত করে আবার ক্ষমতায় আনতে হবে। এটা হবে আমাদের প্রত্যেকের অঙ্গীকার।

এ সময় তিনি সামনের নির্বাচনের পরে বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মির্জা আজমকে মন্ত্রী হিসেবে এ জেলার ব্যাপক উন্নয়ন করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

ডিসির এই বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তীব্র সমালোচনার সৃষ্টি হয়। এমনকি বুধবার নির্বাচন কমিশনের সাথে ২৮ বিশিষ্টজনের বৈঠকে জামালপুরের ডিসির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিষয়ে আলোচনা হয়।

Link copied!