ফেব্রুয়ারি ১৫, ২০২৫, ০১:২৪ পিএম
মেট্রোরেল , ছবি : সংগৃহীত
ঢাকা মেট্রোরেল একদিনে ৪ লাখ যাত্রী পরিবহন করে নতুন রেকর্ড গড়েছে, বলে জানিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।
শুক্রবার একটি অফিসিয়াল ফেসবুক পোস্টে ডিএমটিসিএল জানায়, বৃহস্পতিবার এই ব্যতিক্রমী সংখ্যা অর্জিত হয়েছে, যা ঢাকা মেট্রোরেল সেবা শুরুর পর থেকে একদিনে সর্বোচ্চ যাত্রী সংখ্যা।
এই মাইলফলক অর্জনে সহায়তা করার জন্য ডিএমটিসিএল মেট্রোরেল এর যাত্রী ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে।