অক্টোবরের শেষদিকে আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল চলাচল শুরু

নিজস্ব প্রতিবেদক

আগস্ট ৯, ২০২৩, ০৪:২৯ পিএম

অক্টোবরের শেষদিকে আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল চলাচল শুরু

সংগৃহীত ছবি

অক্টোবরের শেষের দিকে আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল চলাচল শুরু হবে বলে জানিয়েছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিটিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক।

বুধবার (৯ আগস্ট) তিনি জানান, আগারগাঁও থেকে মতিঝিল অংশের মেট্রোরেল পথের নির্মাণকাজ শেষ হচ্ছে অক্টোবরের মাঝামাঝিতে। এর কয়েক দিন পরই উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত ট্রেন চলাচল শুরু হবে।

তিনি বলেন, অক্টোবরের শেষ সপ্তাহে যখন প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন, তার পরদিন থেকে ট্রেন চলাচল শুরু হবে।

এম এ এন ছিদ্দিক জানান, প্রথমে আগারগাঁও থেকে ফার্মগেট, সচিবালয় ও মতিঝিল- এই তিন স্টেশনে ট্রেন থামবে। পর্যায়ক্রমে বাকি স্টেশনগুলো খুলে দেওয়া হবে। এজন্য দুই মাস সময় লাগবে। জানুয়ারির দিকে সব স্টেশনে ট্রেন থামবে।

প্রধানমন্ত্রী গত ২৮ ডিসেম্বর মেট্রোরেলের আগারগাঁও-দিয়াবাড়ি অংশে ট্রেন চলাচলের উদ্বোধন করেন। এই অংশে পারফরম্যান্স টেস্ট শুরু হয়েছিল গত বছরের ১১ মে। দেড় বছর সময় লাগে পরীক্ষামূলক যাত্রার সব ধাপ সম্পন্ন করতে। আগারগাঁও থেকে মতিঝিল অংশে তা করা হবে তিন মাসে।

আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত ৮ দশমিক ৩৭ কিলোমিটার অংশে স্টেশন সংখ্যা ৭টি। মেট্রোরেলের বাকি ১ দশমিক ১৬ কিলোমিটার দীর্ঘ মতিঝিল-কমলাপুর অংশ ২০২৫ সালের জুন নাগাদ চালু হবে।

Link copied!