ডিসেম্বর ১২, ২০২৩, ১০:৩৫ এএম
প্রতিমন্ত্রী নৌপরিবহন মন্ত্রণালয়ের অর্জন, বাস্তবায়ন এবং ভবিষ্যৎ পরিকল্পনার বিষয়ে রাষ্ট্রপতিকে অবহিত করেন। ছবি: দ্য রিপোর্ট ডট লাইভ
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সাথে মঙ্গলবার (১২ ডিসেম্বর) বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, এমপি । এসময় নৌপরিবহন খাতের ভূয়সী প্রশংসা করেন রাষ্ট্রপতি।
নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী রাষ্ট্রপতির শারীরিক অবস্থার খোঁজ নেন এবং কুশল বিনিময় করেন। প্রতিমন্ত্রী তাঁর মন্ত্রণালয়ের অর্জন, বাস্তবায়ন এবং ভবিষ্যৎ পরিকল্পনার বিষয়ে রাষ্ট্রপতিকে অবহিত করেন।
রাষ্ট্রপতি আগামীতে করণীয় সম্পর্কে দিকনির্দেশনা দেন। প্রতিমন্ত্রী ৬ সদস্যের একটি প্রতিনিধিদলের নেতৃত্ব দেন ।
প্রতিনিধিদলের সদস্যরা হলেন-নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোস্তফা কামাল, চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান রিয়ার এডমিরাল এম সোহায়েল, মোঙলা বন্দরের চেয়ারম্যান রিয়ার এডমিরাল মীর এরশাদ আলী, পায়রা বন্দরের চেয়ারম্যান রিয়ার এডমিরাল গোলাম সাদেক এবং পাবনা মেরিন একাডেমির কমান্ড্যান্ট (ভারপ্রাপ্ত) ক্যাপ্টেন মোঃ তৌফিকুল ইসলাম।