জনপ্রশাসন মন্ত্রণালয় সচিব পেল তিন সপ্তাহ পর

দ্য রিপোর্ট ডেস্ক

অক্টোবর ১২, ২০২৫, ১২:২২ পিএম

জনপ্রশাসন মন্ত্রণালয় সচিব পেল তিন সপ্তাহ পর

ছবি: সংগৃহীত

জনপ্রশাসন সচিবের গুরুত্বপূর্ণ পদটি তিন সপ্তাহ শূন্য থাকার পর মো. এহছানুল হককে সেই দায়িত্ব দিল অন্তর্বর্তী সরকার।

জ্যেষ্ঠ সচিব পদমর্যাদার এই কর্মকর্তা এত দিন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগে দায়িত্বরত ছিলেন। এখন তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে আনা হল।

রোববার, ১২ অক্টোবর এক প্রজ্ঞাপনে জনপ্রশাসন মন্ত্রণালয় বলেছে, “জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।”

আওয়ামী লীগ সরকার পতনের পর ২০২৪ সালের ২৮ আগস্ট জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মেজবাহ উদ্দিন চৌধুরীকে সরিয়ে দেয় অন্তর্বর্তী সরকার। সেই জায়গায় সাবেক অতিরিক্ত সচিব মো. মোখলেসুর রহমানকে দায়িত্ব দেওয়া হয়, যাকে আওয়ামী লীগ সরকার অবসরে পাঠিয়েছিল।

দুই বছরের জন্য দায়িত্ব দেওয়া হলেও এক বছর পর গত ২১ সেপ্টেম্বর মোখলেসুর রহমানকে সে দায়িত্ব থেকে সরিয়ে পরিকল্পনা কমিশনের সদস্য করা হয়।

দায়িত্ব পালনকালে গণহারে জেলাপ্রশাসক বদলাতে গিয়ে বিপুল ‘আর্থিক লেনদেনের’ অভিযোগে সংবাদমাধ্যমে শিরোনাম হয়েছেন মোখলেসুর রহমান। যদিও সেসব অভিযোগের ‘বিন্দু বিসর্গেরও সত্যতা নেই’ বলে তিনি দাবি করেন।

তাকে সরানোর পর থেকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিবের পদটি খালিই ছিল। তাতে মাঠ প্রশাসনের কর্মকর্তাদের বদলি, নিয়োগ ও পদোন্নতির কাজ প্রায় স্থবির হয়ে যায়। কিছু আর্থিক বিষয়ও আটকে থাকে।

গুরুত্বপূর্ণ ওই পদে নতুন কাউকে দায়িত্ব দিতে সময় নিচ্ছিল অন্তর্বর্তী সরকার। এ বিষয়ে ‘রাজনৈতিক তদবির ও পরামর্শের চাপে’র কথাও বলেছিলেন বর্তমান ও সদ্য সাবেক কয়েকজন কর্মকর্তা।

শেষ পর্যন্ত সেই দায়িত্ব দেওয়া হল ১৯৮২ বিসিএস ব্যাচের কর্মকর্তা এহছানুল হককে। গতবছর আগস্টে ক্ষমতার পালাবদলের পর তাকে চুক্তিতে সরকারি চাকরিতে ফিরিয়ে এনে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছিল।

এহছানুল হক ১৯৮৩ সালে নোয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ে ম্যাজিস্ট্রেট হিসেবে কর্মজীবন শুরু করেন। ২০০১-০৬ সময়ে বিএনপি সরকারের আমলে তিনি জননিরাপত্তা বিভাগের উপসচিব, ঝালকাঠির জেলা প্রশাসক, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।

২০০৭-০৮ সময়ে সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ের অতিরিক্ত সচিব হিসেবেও তিনি দায়িত্ব পালন করেন।

Link copied!