এবার পাওয়া গেল আরেকটি বিষধর সাপ

দ্য রিপোর্ট ডেস্ক

জুন ২৪, ২০২৪, ০৫:০৭ এএম

এবার পাওয়া গেল আরেকটি বিষধর সাপ

ছবি: সংগৃহীত

রাসেলস ভাইপার মনে করে একটি সাপ ধরতে গিয়ে গ্রিন পিট ভাইপার নামে আরেকটি বিষধর সাপ উদ্ধার করা হয়েছে। রোববার দুপুরে চট্টগ্রামের হাটহাজারী উপজেলার মির্জাপুর মুহুরীব বটতল এলাকা থেকে সাপটি উদ্ধার করে স্নেক রেসকিউ টিম বাংলাদেশ।

বিষয়টি দেশের শীর্ষস্থানীয় একটি টেলিভিশনকে নিশ্চিত করেছেন স্নেক রেসকিউ টিম বাংলাদেশের সদস্য মোহাম্মদ সামুন।

তিনি বলেন, “এলাকার লোকজন রাসেলস ভাইপার সাপ দেখেছে খবর দিলে আমরা সেখানে যাই। পরে একটি সেনেটারি দোকানের পাশ থেকে সাপটি উদ্ধার করি। সাপটি উদ্ধারের পর লোকজন রাসেলস ভাইপার মনে করে ভিড় করেন। পরে আমরা আবিষ্কার করি, এটি গ্রিন পিট ভাইপার সাপ। সাপটি স্নেক রেসকিউ টিমের কাছে আছে। আগামীকাল (আজ সোমবার) বনে সাপটি অবমুক্ত করা হবে। ৫ ফুট লম্বা সাপটি এলাকার মানুষ রাসেলস ভাইপার মনে করে মেরে ফেলতে চেয়েছিল। পরে কয়েকজন তরুণ স্নেক রেসকিউ টিমকে খবর দিলে সাপটি উদ্ধার করা হয়।”

গ্রিন পিট ভাইপার সাপ সবুজবোড়া নামে পরিচিত। এটি অনেক বিষাক্ত একটি সাপ। সম্প্রতি রাসেলস ভাইপার আতঙ্ক চট্টগ্রামসহ সারা দেশে ছড়িয়ে পড়েছে। এই অবস্থায় চট্টগ্রামে গত কয়েক দিনে রাসেলস ভাইপার মনে করে অজগরসহ কয়েকটি  নিরীহ সাপ মারার ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

Link copied!