আগস্ট ৩১, ২০২৪, ১০:১৪ এএম
২১ দফা দাবিতে গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন ওষুধ কারখানার শ্রমিকরা।
শনিবার (৩১ আগস্ট) সকাল থেকে এই বিক্ষোভ শুরু করেন তারা।
বিক্ষোভকারী শ্রমিকরা জানান, ২১ দফা বাস্তবায়নের দাবিতে সকালে শ্রমিকরা কারখানায় কাজে যোগদান না করে এই বিক্ষোভ শুরু করেন। এ সময় তারা ঢাকা-টাঙ্গাইল সড়কে টায়ারে অগ্নি সংযোগ করে বিক্ষোভ করতে থাকেন। এতে সড়কটিতে যান চলাচল বন্ধ হয়ে যায়।