‘তৃতীয় মাত্রা’র উপস্থাপক জিল্লুর রহমানের ব্যাংক হিসাব তলব

নিজস্ব প্রতিবেদক

আগস্ট ৯, ২০২৩, ১০:২১ পিএম

‘তৃতীয় মাত্রা’র উপস্থাপক জিল্লুর রহমানের ব্যাংক হিসাব তলব

সংগৃহীত ফাইল ছবি

বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল আইয়ের ‘তৃতীয় মাত্রা’র উপস্থাপক জিল্লুর রহমানের ব্যাংক হিসাব তলব করেছে বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগ বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। পাশাপাশি জিল্লুর রহমানের গবেষণাধর্মী প্রতিষ্ঠান- সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজের (সিজিএস) ব্যাংক হিসাবও তলব করা হয়েছে। জিল্লুর রহমান ওই প্রতিষ্ঠানে নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।

এক চিঠিতে পাঁচ কার্যদিবসের মধ্যে জিল্লুর রহমান ও সিজিএসের ব্যাংক হিসাব, কার্ডে জমা ও উত্তোলন-সব ধরনের তথ্য চেয়েছে বিএফআইইউ। এসব হিসাবে বিদেশ থেকে অর্থ জমা হলে তার তথ্যও জানতে চাওয়া হয়েছে।

বিএফআইইউর কর্মকর্তারা জানিয়েছেন, রাষ্ট্রের একটি সংস্থার চাহিদার পরিপ্রেক্ষিতে তাদের হিসাব তলব করা হয়েছে।

প্রসঙ্গত, এর আগে, তথ্য সংগ্রহের জন্য গত বছরের ডিসেম্বরে শরীয়তপুর জেলায় সাংবাদিক জিল্লুর রহমানের গ্রামের বাড়িতে পুলিশ গিয়েছিল। ওই ঘটনায় তখন উদ্বেগ জানিয়ে বিবৃতি দেন ২২ নাগরিক। 

Link copied!