সরকারি প্রটোকল না নিয়ে গোপালগঞ্জে প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

ডিসেম্বর ৮, ২০২৩, ০৬:৩৩ এএম

সরকারি প্রটোকল না নিয়ে গোপালগঞ্জে প্রধানমন্ত্রী

সরকারি প্রটোকল ছাড়া কোটালীপাড়ায় গেলেন শেখ হাসিনা। ছবি: সংগৃহীত

নির্বাচন কমিশনের আচরণবিধি মেনে পতাকাবাহী গাড়ি এবং সরকারি প্রটোকল ছাড়াই গোপালগঞ্জের কোটালীপাড়ায় ভ্রমণ করলেন নির্বাচনকালীন সময় প্রধানমন্ত্রীর দায়িত্বে থাকা আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা‌। শুক্রবার (৮ ডিসেম্বর) সকালে ব্যক্তিগত গাড়িতে টুঙ্গিপাড়া থেকে কোটালিপাড়া যান তিনি।

গতরাতে (বৃহস্পতিবার) টুঙ্গিপাড়ায় প্রধানমন্ত্রী নিজ বাসভবনে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের সাথে বৈঠক করেন। সেখানে নেতা-কর্মীদের উদ্দেশে তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের উন্নয়ন, অগ্রগতি ও সমৃদ্ধির ব্যাপক প্রচার-প্রচারণা চালাতে হবে। জনগণের দোরগোড়ায় গিয়ে সরকারের সাফল্যের কথা তুলে ধরতে হবে।

কেউ যাতে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সেদিকে লক্ষ রাখার ওপর জোর দিয়ে প্রধানমন্ত্রী বলেন, কোনো অবস্থাতেই বিশৃঙ্খলা সৃষ্টি করতে দেয়া যাবে না। এ ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে। নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করা যাবে না। 

Link copied!