এলিট ফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) মহাপরিচালক এম খুরশীদ হোসেনের স্ত্রী দিলরুবা খুরশীদ বেবী সোমবার বিকেলে রাজধানীতে ইন্তেকাল করেছেন।
পুলিশ জানায়, বিকেল সাড়ে ৩টার দিকে তিনি নিজ বাড়িতে মারা যান।
দিলরুবা খুরশীদ কয়েক মাস ধরে স্বাস্থ্যগত সমস্যার জন্য চিকিৎসা নিচ্ছিলেন বলে জানান র্যাবের মিডিয়া উইংয়ের পরিচালক খন্দকার আল মঈন।
র্যাবের এক কর্মকর্তার মতে, ডিজি র্যাব খুরশিদ বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একটি বৈঠকে যোগ দেওয়ার সময় জানতে পারেন যে তার স্ত্রীর অবস্থা খারাপ হচ্ছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার ও পুলিশের মহাপরিদর্শকসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা র্যাব মহাপরিচালকের বাড়িতে গিয়েছেন।
দিলরুবা খুরশিদ বেবির মরদেহ গুলশান নতুন থানার পাশে র্যাব ভবনে রয়েছে। তাঁকে গোপালগঞ্জে দাফন করা হবে বলে র্যাবের প্রতিনিধিরা জানিয়েছেন।