রাজধানীর সায়েদাবাদে রাইদা বাসে আগুন। ছবি: সংগৃহীত
রাজধানীর সায়দাবাদে আইডিয়াল স্কুলের পাশের সড়কে রাইদা পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।বুধবার (২৯ নভেম্বর) রাত ৭টা ৪৪ মিনিটে আগুনের ঘটনাটি ঘটে।
এ ব্যাপারে ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রাফি আল ফারুক বলেন, আমরা সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটে খবর পেয়েছি সায়দাবাদে রাইদা পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়েছে। পরে পোস্তগোলা ফায়ার স্টেশনের দুইটি ইউনিট ৭টা ৪৪ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী আগুনে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।