আটকদের মুক্তির দাবিতে হাইকোর্টের সামনে শিক্ষার্থীদের বিক্ষোভ, আটক ৪

জাতীয় ডেস্ক

জুলাই ৩১, ২০২৪, ০২:৫৪ পিএম

আটকদের মুক্তির দাবিতে হাইকোর্টের সামনে শিক্ষার্থীদের বিক্ষোভ, আটক ৪

ছবি: সংগৃহীত

সারাদেশে গণহত্যা, গণগ্রেপ্তার, মামলা, গুম ও খুনের প্রতিবাদে ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচিতে অংশ নেওয়া চারজনকে হাইকোর্ট প্রাঙ্গণ থেকে আটক করেছে পুলিশ।

বুধবার (৩১ জুলাই) দুপুরে হাইকোর্টের মাজার রোডের সামনে থেকে তাদের আটক করা হয়।

এর আগে, হাইকোর্টের মাজার রোডের সামনে কয়েকজন শিক্ষার্থী অবস্থান নেওয়ার চেষ্টা করেন। পরে সেখান থেকে পুলিশ চারজনকে আটক করে।

পরে আটকদের নিয়ে যাওয়ার সময় এক নারী শিক্ষার্থী পুলিশ ভ্যানের সামনে ব্যারিকেড দেওয়ার চেষ্টা করেন। তখন সেখানে আইনজীবীদের একটি দলও বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছিলেন। ‘মার্চ ফর জাস্টিস’ লেখা ব্যানার নিয়ে স্লোগান দিচ্ছিলেন তারা।

এরপর পুলিশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষকের মধ্যস্থতায় বিক্ষোভকারীদের চলে যেতে অনুরোধ করে। পরে এ নিয়ে দুপক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়। শেষ পর্যন্ত শিক্ষার্থীদের পুলিশি পাহারায় বিক্ষোভ চালিয়ে যেতে দেখা যায়। তারা গণহত্যা, গণগ্রেপ্তার, হামলা, মামলা, গুম ও খুনের প্রতিবাদে নানা স্লোগান দিচ্ছেন।

Link copied!