শনিবারের মধ্যেই জোটবদ্ধ দলগুলোর প্রতীকের আবেদন

নিজস্ব প্রতিবেদক

নভেম্বর ১৬, ২০২৩, ০১:২২ পিএম

শনিবারের মধ্যেই জোটবদ্ধ দলগুলোর প্রতীকের আবেদন

নির্বাচনি জোটের প্রতীকের জন্য  তিন দিনের মধ্যে নির্বাচন কমিশনে আবেদন করার জন্য অনুরোধ করা যাচ্ছে। ছবি : দ্য রিপোর্ট ডট লাইভ।

নিবন্ধিত রাজনৈতিক দল মিলে নির্বাচনী জোট গঠন করা হলে প্রতীক পেতে তফসিল ঘোষণার পরবর্তী তিন দিনের মধ্যে নির্বাচন কমিশন বরাবর দরখাস্ত দাখিলের বিধান রয়েছে। যার ফলে আগামী শনিবারের মধ্যেই জোটগুলোকে প্রতীকের আবেদন করার অনুরোধ করেছে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার নির্বাচন কমিশনের জনসংযোগ বিভাগ থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৫ নভেম্বর (বুধবার) তারিখে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। সে অনুযায়ী নির্বাচনি জোটের প্রতীকের জন্য  তিন দিনের মধ্যে (শনিবারের) নির্বাচন কমিশনে আবেদন করার জন্য অনুরোধ করা যাচ্ছে।

বিজ্ঞপ্তিতে বলা হয় ,  ৭ জানুয়ারি ২০২৪ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। The Representation of the People Order, 1972 এর Article- 20 এর Clause (1) এর  sub-clause (a) এর বিধান অনুসারে - নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে ইচ্ছুক একাধিক নিবন্ধিত রাজনৈতিক দল মিলে নির্বাচনী জোট গঠন করা হলে, এ জোটের যেকোনো একটি দলের প্রতীক জোটভুক্ত দলসমূহের প্রার্থীদের বরাদ্দ করা যাবে।  এরূপ প্রতীক পেতে হলে জোটকে নির্বাচনী তফসিল ঘোষণার পরবর্তী তিন দিনের মধ্যে নির্বাচন কমিশন বরাবর দরখাস্ত দাখিলের বিধান রয়েছে।

Link copied!