অক্টোবর ৭, ২০২৪, ১২:০৫ পিএম
নিত্যপণ্যের বাজার কোনোভাবেই বাগে আসছে না। ডিম, মুরগি, সবজি, ভোজ্যতেল— সবকিছুই সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে চলে যাচ্ছে। ফলে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকার ‘স্পেশাল টাস্কফোর্স’ গঠন করেছে। প্রতি জেলায় এই টাস্কফোর্স কাজ করছে। টাস্কফোর্সে শিক্ষার্থীদের ২ জন করে প্রতিনিধিও থাকবে। বাণিজ্য মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয় নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর বাজার পরিস্থিতি ও সরবরাহ চেইন তদারক ও পর্যালোচনার জন্য জেলা পর্যায়ে নিম্নরূপ একটি "বিশেষ টাস্কফোর্স গঠন করা হলো:
১. অতিরিক্ত জেলা প্রশাসক, আহবায়ক
২. অতিরিক্ত পুলিশ সুপার, সদস্য
৩. জেলা খাদ্য নিয়ন্ত্রক বা উপযুক্ত প্রতিনিধি,সদস্য
৪. জেলা প্রানিসম্পদ কর্মকর্তা বা উপযুক্ত প্রতিনিধি,সদস্য
৫. জেলা মৎস্য কর্মকর্তা বা উপযুক্ত প্রতিনিধি,সদস্য
৬. কৃষি বিপণন কর্মকর্তা/সিনিয়র কৃষি বিপণন কর্মকর্তা,সদস্য
৭. ক্যাবের প্রতিনিধি,সদস্য
৮. শিক্ষার্থী প্রতিনিধি ০২ (দুই) জন,সদস্য
৯. সহকারী পরিচালক, জাতীয় ভোক্তণ-অধিকার সংরক্ষণ অধিদপ্তর,সদস্য সচিব
টাস্কফোর্সের কার্যপরিধি:
ক. টাস্কফোর্স নিয়মিত বিভিজ্ঞ বাজার, বৃহৎ আড়ৎ/গোডাউন/ কোল্ড স্টোরেজ ও সাপ্লাই চেইনের অন্যান্য স্থানসমূহ সরেজমিনে পরিদর্শন
করবে এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য যৌক্তিক পর্যায়ে রাখার বিষয়টি তদারক করবে;
খ. টাস্কফোর্স উৎপাদন, পাইকারি ও ভোক্তা পর্যায়ের মধ্যে যাতে দামের পার্থক্য নুন্যতম থাকে তা নিশ্চিত করবে ও সংশ্লিষ্ট সকল
স্টেকহোল্ডারদের সাথে মত বিনিময় সভা করবে।
গ. টাস্কফোর্স প্রতিদিনের মনিটরিং শেষে একটি প্রতিবেদন বাণিজ্য মন্ত্রণালয়ের দ্রব্যমূল্য পর্যালোচনা ও পূর্বাভাস সেল (হোয়াটস্অ্যাপ নম্বর ০১৯১২-৯৩০/৫৯২ ও ই-মেইল aic2.pmicigmincom.gov.bd) এবং জাতীয় ভোগে-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষে (হোয়াটসঅ্যাপ নম্বর ০১৭১১-২৭৩৮০২ ও ই-মেইল dd operation@dncrp.gov.bd) প্রেরণ করবে, জাতীয় ভোক্তা- অধিকার সংরক্ষণ অধিদপ্তর বিভিন্ন জেলা থেকে প্রাপ্ত প্রতিবেদন সংকলন ও পর্যালোচনা করে প্রতিদিন সন্ধ্যা ০৭.০০ টার মধ্যে বাণিজ্য মন্ত্রণালয়ে একটি প্রতিবেদন প্রেরণ করবে;
ঘ. টাস্কফোর্স প্রয়োজনে সদস্য কো-অপ্ট করতে পারবে।