‘রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি’

দ্য রিপোর্ট ডেস্ক

অক্টোবর ২৩, ২০২৪, ০৮:৪১ এএম

‘রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি’

ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি অন্তর্বর্তী সরকার বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

বুধবার (২৩ অক্টোবর) দুপুরে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক শেষে এক ব্রিফিংয়ে এ কথা জানান তিনি।

রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে এক প্রশ্নের জবাবে শফিকুল আলম বলেন, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের বিষয়ে এখনো কোনো ধরনের সিদ্ধান্ত হয়নি। যারা বিক্ষোভ-আন্দোলন করেছেন আমরা তাদের সরে যেতে বলেছি। এছাড়া গতকাল (মঙ্গলবার) থেকে বঙ্গভবনের আশপাশে নিরাপত্তাও জোরদার করা হয়েছে।

এর আগে মঙ্গলবার (২২ অক্টোবর) রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের দাবিতে বঙ্গভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন ছাত্র-জনতা। ওই সময় সেখানে সাউন্ড গ্রেনেডের বিস্ফোরণ ঘটে। এতে সাংবাদিকসহ অন্তত ৫ জন আহত হওয়ার খবর পাওয়া যায়। পরে তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।

আরও পড়ুন: রাষ্ট্রপতি পদত্যাগ না করলে সরকার কি পারবে অপসারণ করতে?

উল্লেখ্য, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ ইস্যুতে এক সাক্ষাৎকারে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের দেয়া বক্তব্যকে কেন্দ্র করে মঙ্গলবার তার পদত্যাগের দাবিতে বঙ্গভবনের সামনে বিক্ষোভ করেন আন্দোলনকারীরা। একপর্যায়ে তারা বঙ্গভবনের ভেতরে ঢোকার চেষ্টা করলে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা তাদের বাধা দেন। এতে পুরো এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

Link copied!