আগস্ট ১৫, ২০২৪, ১০:৫০ এএম
নিজেদের অভিন্ন স্বার্থ এগিয়ে নিতে বাংলাদেশ ও রাশিয়া উভয় দেশ একসঙ্গে কাজ করবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ।
বৃহস্পতিবার (১৫ আগস্ট) পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনকে টেলিগ্রামে পাঠানো এক বার্তায় এই কথা বলেন তিনি।
ঢাকায় নিযুক্ত রাশিয়ার দূতাবাস জানায়, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনকে এক টেলিগ্রামে বার্তা পাঠিয়েছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। এতে তিনি বাংলাদেশের সঙ্গে সম্পর্ক এগিয়ে নিতে প্রত্যাশা ব্যক্ত করেছেন। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, রাশিয়া বিশ্বাস করে, দু’পক্ষ নিজেদের স্বার্থ অক্ষুণ্ন রাখতে একসঙ্গে কাজ করবে।
দুই দেশের জনগণের উন্নয়ন এগিয়ে নিতে দুই দেশের মধ্যে সলিড ভিত্তি আছে। সেই ভিত্তি আরও মজবুত হবে বলেও উল্লেখ করেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী।