ছবি: সংগৃহীত
প্রথমবারের মতো পদ্মাসেতু দিয়ে ট্রেন চলাচল শুরু হয়েছে।
মঙ্গলবার, ২৪ ডিসেম্বর নতুন ট্রেন ‘জাহানাবাদ এক্সপ্রেস’ সকাল ছয়টায় মোট ৫৫৩ জন যাত্রী নিয়ে খুলনা থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে, সকাল ১০টা ৪৫ মিনিটে কমলাপুর রেলওয়ে স্টেশনে পৌঁছায়
ট্রেনটি আবার আজ রাত আটটায় ঢাকা থেকে ছেড়ে যাবে এবং খুলনায় পৌঁছাবে রাত ১১টা ৪৫ মিনিটে।
রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান এ রেলসেবা উদ্বোধন করেন।
তিনি সংবাদ সম্মেলনে বলেন, “পদ্মা রেল সেতু সংযোগের মাধ্যমে খুলনা ও ঢাকার মধ্যে একটা দ্রুত যাতায়াতের ব্যবস্থা হয়েছে। পৌনে চার ঘণ্টায় এটি পৌঁছে যাবে।
রেলকে সাশ্রয়ী যোগাযোগ ব্যবস্থা উল্লেখ করে তিনি বলেন, “খুব অল্প খরচে এই মাধ্যমে যাতায়াত করা যায়। কিন্তু আমাদের রেলের নানান রকম সংকট আছে। আপনারা অনেকেই অসন্তোষ ব্যক্ত করেন।”
“আপনাদের জানতে হবে যে রেল কেন আপনাদের প্রাপ্য সুবিধা দিতে পারে না। আমাদের লোকোমোটিভ সংকট আছে, কোচ সংকট আছে, লোকবলের সংকট আছে। সীমিত জনবল দিয়ে রেলের কর্মীরা একটি বড় দায়িত্ব পালন করেন। তারা রেলের আনসাং হিরো,” বলেন তিনি।