পূর্ববিরোধের জেরে চুয়াডাঙ্গায় দুই ভাই নিহত

জাতীয় ডেস্ক

সেপ্টেম্বর ২০, ২০২৫, ০২:১৪ পিএম

পূর্ববিরোধের জেরে চুয়াডাঙ্গায় দুই ভাই নিহত

চুয়াডাঙ্গার জীবননগরে প্রায় চার মাস আগে গরু কেনাবেচা নিয়ে পূর্বশত্রুতার জেরে দুই সহোদরকে কুপিয়ে হত্যা করা হয়েছে।

শনিবার সকালে জীবননগর উপজেলার উথলী গ্রামের ৭২ নম্বর রেললাইনের ব্রিজের পাশের একটি মাঠে এই হত্যাকাণ্ড ঘটে। নিহতরা হলেন বড় মসজিদপাড়ার মিন্টা মিয়া (৬০) ও তার ছোট ভাই হামজা আলী (৪৫)।

স্থানীয় সূত্র জানায়, হত্যাকারীরা নিহতদের সঙ্গে পুরনো ব্যবসায়িক বিরোধের জের ধরে হামলা চালিয়েছে। নিহতরা গরু বিক্রেতা ছিলেন এবং হামলাকারীরা ওই ব্যবসার ক্রেতা।

স্থানীয় বাসিন্দা পারভেজ বলেন, “শনিবার সকালে মিন্টা ও হামজা গ্রামের মাঠে কৃষিকাজ করছিলেন। তখন ৮১০ জন দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে তাঁদের ওপর হামলা চালায় এবং গুরুতর জখম করে। পরে স্থানীয়রা তাদের রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যান।

সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. ওয়াহিদ মাহমুদ রবিন জানান, হাসপাতালে আনার আগেই হামজা মারা যান এবং মিন্টা চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন হোসেন বিশ্বাস বলেন, “প্রতিবেশীদের সঙ্গে পূর্ববিরোধের জেরে সকালেই মাঠে তাদের ওপর হামলা চালানো হয়েছে। পুলিশ ঘটনাস্থলে একটি দল পাঠিয়েছে এবং জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

মামলার পর উথলী গ্রামে আতঙ্ক ও থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

Link copied!