সংসদ ভেঙ্গে দিতে রাষ্ট্রপতিকে আল্টিমেটাম

জাতীয় ডেস্ক

আগস্ট ৬, ২০২৪, ০১:২১ পিএম

সংসদ ভেঙ্গে দিতে রাষ্ট্রপতিকে আল্টিমেটাম

ছবি: সংগৃহীত

বর্তমান জাতীয় সংসদ আজ বিকেল ৩টার মধ্যে বিলুপ্ত করতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে আল্টিমেটাম দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

মঙ্গলবার (৬ আগস্ট) আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম এক ভিডিও বার্তায় এ ঘোষণা দেন।

নাহিদ ইসলাম বলেন, “রাষ্ট্রপতি সোমবার বলেছিলেন অনতিবিলম্বে জাতীয় সংসদ বিলুপ্ত করবে। কিন্তু আমরা এখনও দেখছি একটি অভ্যুত্থানের পরও জাতীয় সংসদ রয়ে গেছে। তাই আমরা ঘোষণা করছি দুপুর ৩টার মধ্যে এই জাতীয় সংসদের বিলুপ্তি ঘোষণা করতে হবে। যদি ৩টার মধ্যে এই ঘোষণা না আসে তবে আমরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য থাকব।”

সোমবার রাত ১১টা ২০ মিনিটে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে রাষ্ট্রপতি জানান, যত দ্রুত সম্ভব বর্তমান সংসদ ভেঙে দেওয়া হবে।

এর আগে, কোটা আন্দোলনের পরবর্তী পরিস্থিতিতে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের লক্ষ্যে সেনাপ্রধান, নৌপ্রধান ও বিমানবাহিনীর প্রধান এবং দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও সুশীল সমাজের প্রতিনিধিদের নিয়ে বৈঠক করেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

প্রসঙ্গত, বৈসম্যবিরোধী আন্দোলনে দেশের উদ্ভূত পরিস্থিতিতে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। একটি সামরিক হেলিকপ্টারে চড়ে ভারতের উদ্দেশে রওনা দেন তিনি।

Link copied!