নিরাপত্তা ও প্রতিরক্ষা সহযোগিতা, ব্যবসা সম্প্রসারণসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আগামী দিনগুলোতে বাংলাদেশের সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে কাজ করার কথা বলেছেন ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস।
বুধবার (১৭ জানুয়ারি) পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে বিষয়টি উঠে আসে।
মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস বলেন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে ভবিষ্যৎ সম্পর্ক নিয়ে আমাদের আলোচনা হয়েছে এবং কীভাবে দুপক্ষের জন্যই জরুরি, এমন বিষয় নিয়ে আমরা কাজ করতে পারি, সেটি নিয়েও কথা হয়েছে।
তিনি আরও বলেন, ক্ষেত্রগুলোর মধ্যে রয়েছে জলবায়ু পরিবর্তন, বাণিজ্য সম্প্রসারণ এবং রোহিঙ্গা।
সামনের মাসগুলোয় আমাদের অভিন্ন স্বার্থ রক্ষা করার জন্য কীভাবে আমরা কাজ করতে পারি, সেটির জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি বলে তিনি জানান।