আগস্ট ২৮, ২০২৩, ০৬:২৩ পিএম
জিয়াউর রহমান প্রকৃত মুক্তিযোদ্ধা ছিলেন না, তাকে পাকিস্তানের দোসর বলে মন্তব্য করেছেন অ্যাডভোকেট কামরুল ইসলাম। জিয়াউর রহমান হাজার হাজার মুক্তিযোদ্ধাকে হত্যার মধ্য দিয়ে থেমে থাকেননি। ১৫ আগস্ট সপরিবারে বঙ্গবন্ধুকে হত্যা ও ২১ আগস্ট দেশের প্রতিটি উপজেলায় সিরিজ বোমা হামলা চালিয়েছে। ২১ আগস্ট গ্রেনেট হামলা হয়েছিল তারেক রহমানের নির্দেশে।
১৫ ই আগষ্ট জাতীয় শোক দিবস ও ২১ শে আগষ্ট গ্রেনেড হামলায় নিহত সকল শহিদদের স্মরনে ঢাকার কেরানীগঞ্জ মডেল থানা মহিলা আওয়ামী লীগের উদ্দ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকেল ৪ টায় কেরানীগঞ্জ মডেল থানাধীন কালিন্দী ইউনিয়নের রেড রোজ পার্টি সেন্টারে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য, সাবেক মন্ত্রী ও ঢাকা - ২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এ্যাড. কামরুল ইসলাম।
এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সভাপতি মেহের আফরোজ চুমকি এমপি, ঢাকা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুন।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মহিলা আওয়ামিলীগের সাধারন সম্পাদক শবনম জাহান শিলা এমপি।
কেরানীগঞ্জ মডেল থানা মহিলা আওয়ামী লীগের আহ্বায়িকা হামিদা বেগম লতা`র সভাপতিত্বে আলোচনা সভায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের লীগের সহ সভাপতি এডভোকেট আনোয়ারা শাহজাহান, যুগ্ম সাধারণ সম্পাদক মিনা মালিক,শেখ আনার কলি পুতুল,রোজিনা নাসরিন রোজি,সাংগঠনিক সম্পাদক সৈয়দা রাজিয়া মোস্তফা,কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগের সভাপতি ইউসুফ আলী চৌধুরী সেলিম,সাধারণ সম্পাদক আলতাফ হোসেন বিপ্লব,ঢাকা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও শাক্তা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী হাবিবুর রহমান হাবিব,কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগের সহ সভাপতি শফিউল আজম খান বারকু,ঢাকা জেলা আওয়ামী লীগের সদস্য ও জেলা পরিষদের সদস্য শিলারা ইসলাম, কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক সুমাইয়া চৌধুরী বন্যা, কালিন্দী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজী আবুল হাসান মোস্তান,ঢাকা জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ ইয়ামিন,কালিন্দী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি মোঃ জিলহজ্জ সহ অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের আরো অসংখ্য নেতাকর্মী এসময় উপস্থিত ছিলেন ।