অগ্রিম টিকিটে ক্রেতাদের অভাব, হতাশ বাস মালিক-শ্রমিক

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ২১, ২০২২, ০৩:২৬ পিএম

অগ্রিম টিকিটে ক্রেতাদের অভাব, হতাশ বাস মালিক-শ্রমিক

আর মাত্র দুই সপ্তাহ বাকি। তার পরই মুসলিম সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদ উল ফিতর। ঈদ উপলক্ষে নাড়ির টানের রাজধানী ছাড়তে শুরু করেছে অনেকে। এসব যাত্রীদের জন্য বাসের অগ্রিম টিকিটের ব্যবস্থাও করা হয়েছে। তকে ঈদযাত্রায় এসব যাত্রীদের সংখ্যা স্বাভাবিকের তুলনায়ও অনেকে কম। এতে হতাশা বিরাজ করছে বাস-মালিক শ্রমিকদের মাঝে।

ঈদ উপলক্ষ্যে নাড়ির টানে প্রতিবছরই রাজধানী ছাড়ে লাখো মানুষ। ঘরমুখো যাত্রীদের যাত্রা নির্বিঘ্ন করতে বাসের অগ্রিম টিকেটের ব্যবস্থা করে পরিবহনগুলো। অন্য বছরের মতো এবারেও বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। আশানুরুপ সাড়া পাচ্ছেন না বাস পরিবহনগুলো।

সরেজমিনে রাজধানীর গাবতলী বাস টার্মিনালে গিয়ে দেখা গেছে, বিভিন্ন কাউন্টারে বাসের জন্য যাত্রীদের সংখ্যা আসন সংখ্যার তুলনায় অনেক কম। কাউন্টার কর্তৃপক্ষ জানালেন,  বর্তমানে স্বাভাবিকের চেয়েও অর্ধেক যাত্রী নিয়ে ছাড়তে হচ্ছে বাস। পরিবহন মালিক-শ্রমিকদের চোখে-মুখেও দেখা গেছে হতাশার চিহ্ন।

ঈগল পরিবহন বাস কাউন্টারের ম্যানেজার সাইদুল ইসলাম দ্য রিপোর্টকে বলেন, “আগে ৩৫/৪০ জন যাত্রী পেলেও বর্তমানে অর্ধেক যাত্রী নিয়ে বাস ছাড়তে হচ্ছে। আমরাতো টিকিটের জন্য বসে আছি, তবে আশানুরুপ যাত্রী পাওয়া যাচ্ছেনা।”

ওমর শরিফ নামে সোহাগ কাউন্টারের ম্যানেজার হতাশা প্রকাশ করে দ্য রিপোর্ট ডট লাইভকে বলেন, “ যাত্রী আসতেছে একজন/দুইজন করে। ২৮ থেকে ৩০ এপ্রিলের টিকেটের চাপ থাকলেও তা তুলনামূলকভাবে অনেক কম। “

সংখ্যায় কম হলেও বাসের  টিকিট নিয়ে যাত্রীদের মধ্যে কোন ক্ষোভ নেই। ঠিক সময়ের ও সুলভ মূল্যেই টিকিট পাচ্ছেন বলে জানান যাত্রীরা।

তবে বর্তমানে ভিড় কম থাকলও শেষের দিকে যাত্রীদের ভিড় বাড়বে বলে আশা করছেন ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্লাহ। দ্য রিপোর্ট ডট লাইভকে তিনি বলেন, “দু-একদিনের মধ্যে বর্তমান অবস্থা আর থাকবে না। ধীরে ধীরে যাত্রীদের সংখ্যা বাড়বে। আর  যারা এখনও অগ্রিম টিকিট ক্রয় করেননি তারাও খুব শিগগির কিনতে টিকিট কাউন্টিারে ভিড় জমাবেন।” 

Link copied!