জুলাই ৩, ২০২৩, ০৩:৫৭ পিএম
গৃহস্হালী পর্যায়ে রান্নার কাজে বহুল ব্যবহৃত ১২ কেজি এলপি গ্যাসের মূল্য ৭৫ টাকা কমিয়েছে এনার্জি রেগুলেটরি কমিশন।
সোমবার (৩ জুলাই) সন্ধ্যা ৬ টা থেকে নতুন মূল্য অনুযায়ী ভোক্তা পর্যায়ে ভ্যাটসহ ৯৯৯ টাকায় ১২ কেজি বোতলজাতকৃত এলপি গ্যাস পাওয়া যাবে। জুন মাসে ১২ কেজি এলপি গ্যাসে ভ্যাটসহ সমন্বয়কৃত দাম ছিলো ১ হাজার ৭৪ টাকা।
এ বিষয়ক এক সার্কুলারে এনার্জি রেগুলেটরী কমিশন জানায় বেসরকারী পর্যায়ে এলপি গ্যাস ও অটোগ্যাসের দাম আমদানী ও খুচরা বাজারজাতকরন (রিটেইল পয়েন্ট) ব্যয় বিবেচনায় আবারো সমন্বয় করা হলো।
এক্ষেত্রে প্রতি কেজি এলপি গ্যাস ভ্যাটসহ মূল্য পড়বে ৮৩ টাকা ২১ পয়সা। ভ্যাটসহ প্রতি কেজির দাম জুন মাসের হিসেবে ছিলো ৮৯ টাকা ৪৮ পয়সা।
সমন্বয়কৃত এ নতুন দাম অনুযায়ী সাড়ে ৫ কেজির বোতলজাতকৃত এলপি গ্যাস পাওয়া যাবে ভ্যাটসহ ৪৫৭ টাকায়, সাড়ে ১২ কেজি ১ হাজার ৪০ টাকায়, ১৫ কেজি ১ হাজার ২৪৮ টাকায়, ১৬ কেজি ১হাজার ৩৩১ টাকায়, ২০ কেজি ১ হাজার ৬৬৪ টাকায়, ২৫ কেজি ২ হাজার ৮০ টাকায়, ৩০ কেজি ২ হাজার ৪৯৬ টাকায়, ৩৩ কেজি ২ হাজার ৭৪৬ টাকায়, ৩৫ কেজি ২ হাজার ৯১২ টাকায় ও ৪৫ কেজি ৩ হাজার ৭৪৪ টাকায়।
এছাড়া, ভোক্তা পর্যায়ে অটোগ্যাস ভ্যাটসহ প্রতি লিটার দাম পড়বে ৪৬ টাকা ৫৯ পয়সা। জুন মাসের হিসেবে প্রতি লিটার অটোগ্যাস ভ্যাটসহ দাম ছিলো ৫০ টাকা ৯ পয়সা।