আপাতত সুনসান ব্রাহ্মণবাড়িয়া

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ১১, ২০২১, ০৪:৩৬ পিএম

আপাতত সুনসান ব্রাহ্মণবাড়িয়া

কোপা আমেরিকার ফাইনালে ব্রাজিল বনাম আর্জেন্টিনার ম্যাচ ঘিরে উত্তেজনা ছিল বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়াতেও। সমর্থকদের সংঘাত এড়াতে মাঠে ছিল প্রায় পাঁচ শতাধিক পুলিশ। তবে খেলা শেষে আপাতত সব সুনসান।

বাংলাদেশ সময় রবিবার (১১ জুলাই) সকালে কোপা আমেরিকার ফাইনালে স্বাগতিক ব্রাজিলকে ১-০ গোলে হারিয়ে শিরোপা জিতে নিয়েছে মেসির দল আর্জেন্টিনা।

এবিষয়ে ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোজাম্মেল হোসেন রেজা রবিবার সকালে গণমাধ্যমকে বলেন , ‘কোথাও আনন্দ মিছিলের খবর আমরা পাইনি। আমাদের পুলিশ সদস্যরা ভোর থেকেই তৎপর রয়েছেন। কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।’

করোনাভাইরাস মহামারীর মধ্যে লাতিন আমেরিকার ফুটবলের সবচেয়ে বড় এই আসরটি শুরু হওয়ার পর থেকেই ব্রাহ্মণবাড়িয়ার ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থকদের উত্তেজনা একটু একটু করে বাড়ছিল।  

এমনকি গত ৬ জুলাই ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সাদেকপুর ইউনিয়নে খেলা নিয়ে তর্কের জেরে দুই দলের সমর্থকদের সংঘর্ষ বাঁধে। এই প্রেক্ষাপটে ব্রাজিল-আর্জেন্টিনার ফাইনাল ঘিরে সমর্থকরা যেমন টেনশনে ছিলেন, পুলিশের উৎকণ্ঠাও কম ছিল না। সংঘাত এড়াতে শহরে নেওয়া হয় নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা।

প্রায় পাঁচশ পুলিশ মোতায়েন করার পাশাপাশি শনিবার সকাল থেকে রাত পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে মাইকিং করে সবাইকে ঘরে বসে খেলা দেখার আহ্বান জানানো হয়। খেলার পর আনন্দ মিছিল এবং পটকাবাজি ফুটিয়ে উল্লাস না করার বিষয়েও সতর্ক করা হয় সবাইকে। এবার কোথাও বড় পর্দায় খেলা দেখার আয়োজনও পুলিশ করতে দেয়নি।

Link copied!