তুরাগের তীরে শুরু হয়েছে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। মাওলানা সা’দ কান্ধলভীর অনুসারীদের ইজতেমা আয়োজন নিয়ে এই পর্ব। এবারের ইজতেমায় প্রায় দশ হাজারের মতো বিভিন্ন দেশ থেকে বিদেশি মুসল্লিরা ইজতেমায় যোগ দিচ্ছেন বলে প্রত্যাশা করছেন ইজতেমা আয়োজক কর্তৃপক্ষ।
শুক্রবার (২০ জানুয়ারি) ইজতেমা ময়দানে জুম্মার নামাজের জামাতে যুক্ত হবেন মুসল্লিরা। দেশের ৬৪ জেলা ছাড়াও বিদেশি মুসল্লিরাও অংশ নিয়েছেন। শুক্রবার ফজরের নামাজের পর বয়ানের মধ্য দিয়ে শুরু হয় মূল ইজতেমার আনুষ্ঠানিকতা।
এর আগে বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) বাদ আসরের পর থেকেই অনানুষ্ঠানিকভাবে মাওলানা আব্দুস সাত্তারের জিম্মাদারিতে আমবয়ানের মধ্য দিয়ে ইজতেমার কার্যক্রম শুরু হয়।
ইজতেমার দ্বিতীয় পর্বে আনুষ্ঠানিকতা শুরুর আগে বুধবার (১৮ জানুয়ারি) ময়দানে এসে পৌঁছান আদি তাবলীগের শীর্ষ মুরুব্বী মাওলানা সা’দ কান্ধলভীর ছেলে মাওলানা ইউসুফ কান্ধলভী, মাওলানা সাঈদ কান্ধলভী, মাওলানা ইলিয়াস কান্ধলভী, এবং তাঁর মেয়ের জামাতা মাওলানা হাসান।
বিশ্ব ইজতেমার দ্বিতীর পর্বের মিডিয়া সমম্বয়কারী মো. সায়েম জানান, ইজতেমার আনুষ্ঠানিকতা শুরুর আগেই বৃহস্পতিবার বাদ জোহর বয়ান শুরু করেন নিজাম উদ্দিন মারকাজের মাওলানা ফারুক এবং তা বাংলায় তরজমা করেন মাওলানা আশরাফ আলী।
তিনি আরও জানান, শুক্রবার জুম্মার নামাজ পড়াবেন দিল্লির মাওলানা সা’দ কান্ধলভীর ছেলে মাওলানা ইউসুফ কান্ধলভী। পরে বয়ান করবেন ওয়াসিফুল ইসলাম। আসর বাদ নিজামউদ্দিন মারকাজের মাওলানা সাঈদ বিন সা’দ বয়ান করবেন এবং তার তরজমায় থাকবেন মুফতি আজিমুদ্দিন। মাগরিব বাদ মাওলানা ইউসুফ বিন সা’দ এবং তা বাংলায় তরজমা করবেন মাওলানা ইউসুফ।