'আমাকে মেরে বড় হতে হবে নাকি?' মেয়র তাপসকে সাঈদ খোকন

দ্য রিপোর্ট ডেস্ক

জুন ২৯, ২০২১, ০৮:৩৮ পিএম

'আমাকে মেরে বড় হতে হবে নাকি?' মেয়র তাপসকে সাঈদ খোকন

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র তাপসের নির্দেশেই দুর্নীতি দমন কমিশন (দুদক) সাঈদ খোকন ও তার পরিবারের সদস্যদের ব্যাংক হিসেব জব্দ করেছে বলে দাবি করেছেন ডিএসসিসি'র সাবেক  মেয়র সাঈদ খোকন। এ সময় তিনি আক্ষেপ করে তাপসের উদ্দেশ্যে বলেন, 'আমাকে মেরে বড় হতে হবে নাকি?'

https://www.youtube.com/watch?v=c4gz4lKBvnM

আদালতের নির্দেশে ব্যক্তিগত ও পরিবারের সকল ব্যাংক অ্যাকাউন্ট জব্দ হওয়ার পর মঙ্গলবার সকাল ১১টা ৩০ মিনিটে জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের ডাক দেন সাঈদ খোকন। ১৯ মিনিটের সংবাদ সম্মেলনে প্রায় ১৩ মিনিট তিনি কথা বলেন মেয়র তাপসকে নিয়ে।

সংবাদ সম্মেলনে সাঈদ খোকন বলেন, আমার ও আমার পরিবারের যে ৮ ব্যাংক হিসাব (৭ কোটি ৬২ লাখ ৭৪ হাজার ৬০৩ টাকা) বন্ধের নির্দেশ দিয়েছে দুদক। বর্তমান মেয়র শেখ ফজলে নূর তাপসের প্ররোচনায় এটা করা হয়েছে।

সাঈদ খোকন অভিযোগ করেন, তাপস মেয়র হিসেবে ব্যর্থ হয়েছে। আমার সময়ে গরীবদের দুর্গতি দেখে লাশের দাফন কার্যক্রম ফ্রি করে দিয়েছিলাম। তার আমলে মরা লাশের ওপরেও কর বসানো হয়েছে। নিজের ব্যর্থতা ঢাকতে সে বারবার আমার বিরুদ্ধে নানা অভিযোগ তুলেছে।

তিনি আরও বলেন, দুদক তদন্ত করলে আমার ও আমার পরিবারের কোন আপত্তি নেই, তদন্ত কার্যক্রম তারা চালাতেই পারে। তবে আমার স্বাভাবিক জীবনযাপন কার্যক্রম চালানোর সুবিধার্থে আমাদের অ্যাকাউন্টগুলো সচল করে দেয়া হোক। নয়তো আমার পরিবার এবং আমাদের ব্যবসা প্রতিষ্ঠানগুলো বন্ধ হয়ে যাবে। কর্মচারীদের বেতন দিতে পারবো না, আমাদের চলাও কষ্টকর হবে।

সাঈদ খোকন বলেন, আমরা যদি ব্যবসার পেছনে ছুটতাম, তবে ঢাকার অন্যতম বড়লোকদের অংশ হতে পারতাম। কিন্তু আমরা মানুষের জন্য কাজ করেছি। সন্দেহের বশবর্তী হয়ে একজন সম্মানিত মানুষের সম্মান ক্ষুণ্ণ করা কোনোভাবেই কাম্য হতে পারে না। ঢাকার শেষ সর্দার মালেক সর্দারের কন্যা, ঢাকার প্রথম নির্বাচিত মেয়র মোহাম্মদ হানিফের স্ত্রী লাঞ্ছিত হবে, এটা ঢাকাবাসী মেনে নেবে না।

এদিকে সংবাদ সম্মেলনের পর এ বিষয়ে বর্তমান ডিএনসিসি মেয়র শেখ তাপসের কাছে জানতে চাওয়া হলে তার জনসংযোগ দফতরের পক্ষ থেকে বলা হয়, 'বিষয়টি মহামান্য আদালত ও দুর্নীতি দমন কমিশন সংশ্লিষ্ট। বিচারাধীন কোনো বিষয়ে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বর্তমান মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস কোনো ধরনের বক্তব্য বা প্রতিউত্তর দিতে নিরৎসুক।'

উল্লেখ্য, ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ কে এম ইমরুল কায়েস দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে রবিবার মেয়র সাঈদ খোকন এবং তার পরিবারের সদস্যদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট জব্দ করার আদেশ দেন।

Link copied!