রাজধানীর পুরান ঢাকার আরমানিটোলায় হাজী মুসা ম্যানশনে অগ্নিকাণ্ডের ঘটনায় দুই কেমিক্যাল ব্যবসায়ীকে তিন দিনের রিমান্ডে নেয়া হয়েছে। তারা হলেন, ওই ভবনের নিচতলার ভাড়াটিয়া ব্যবসায়ী মোস্তাফিজুর রহমান (৪২) ও মোহাম্মদ মোস্তফা (৪৫)।
মঙ্গলবার (২৭ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু সুফিয়ান মো. নোমানের আদালত শুনানি শেষে রিমান্ডের আদেশ দেন।
এর আগে ওই মামলার সুষ্ঠু তদন্তের জন্য দুই অভিযুক্তের বিরুদ্ধে ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করে পুলিশ। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম আবু সুফিয়ান মোহাম্মদ নোমান তাদের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ভোর রাতে পুরান ঢাকার আরমানিটোলার হাজী মুসা ম্যানশনের নিচতলায় থাকা রাসায়নিকের দোকানে আগুন লাগে। পরে কয়েক ঘণ্টার চেষ্টায় সকাল ৯টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। এ ঘটনায় অগ্নিদগ্ধ হয়ে এপর্যন্ত ৫ জন মারা গেছেন। হাসপাতালে চিকিৎসাধীন আরও ১৪ জন।
পরে ওই আগুনের ঘটনায় মুসা ম্যানশনের মালিকসহ ৮জনের নামে উল্লেখ করে বংশাল থানায় মামলা দায়ের করে পুলিশ। মামলায় অজ্ঞাতনামা আরও ১৫ থেকে ২০ জনকে আসামি করা হয়। বংশাল থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ আলী শিকদার বাদি হয়ে এ মামলা করেন।
মামলার আসামিরা হলেন, মোস্তক আহমেদ চিশতি, মোস্তাফিজুর রহমান, মোস্তফা, গাফফার, সাইদ, ফিরোজ, তারেক ও বাপ্পী।
এদের মধ্যে গতকাল সোমবার ভোরে মামলার দ্বিতীয় আসামি মোস্তাফিজুর রহমানকে বগুড়ার নন্দীগ্রাম থেকে এবং তৃতীয় আসামি মোহাম্মদ মোস্তফাকে রাজধানীর উত্তরা থেকে গ্রেপ্তার করে র্যাব। পরে আজ মঙ্গলবার আদালতে হাজির করে তাদের রিমান্ড চাওয়া হলে ঢাকা মুখ্য মহানগর হাকিম আদালত তা মঞ্জুর করেন।