আশা করি, এরপর থেকে তাদের আত্মবিশ্বাস বাড়বে: প্রধানমন্ত্রী

দ্য রিপোর্ট ডেস্ক

জুন ২৫, ২০২২, ১১:৫৫ এএম

আশা করি, এরপর থেকে তাদের আত্মবিশ্বাস বাড়বে: প্রধানমন্ত্রী

শত বাধা অতিক্রম করে পদ্মা সেতু নির্মাণে সাহস জোগানো বাংলাদেশের জনগণকে স্যালুট জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ষড়যন্ত্রকারীদের উদ্দেশ্যে বলেছেন, “তাদের আত্মবিশ্বাসের অভাব আছে। আশা করি, এরপর থেকে তাদের আত্মবিশ্বাস বাড়বে।”

শনিবার সকাল ১১টার দিকে মাওয়া প্রান্তে পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে তিনি একথা বলেন।

পদ্মা সেতু নির্মাণ নিয়ে যারা ষড়যন্ত্র করেছে, মিথ্যাচার করেছে এবং সেতু নির্মাণে বাধা দিয়েছে তাদের কারও প্রতি কোনো অভিযোগ-অনুযোগ নেই বলে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মানুষের শক্তি বড় শক্তি, সেই শক্তি নিয়ে এই সেতুর কাজ শুরু করি উল্লেখ করে প্রধানমন্ত্রী আরও বলেন, “ অনেকের ধারণা ছিল, নিজস্ব অর্থায়নে কীভাবে করবো? জাতির পিতা আমাদের আত্মমর্যাদা নিয়ে চলতে শিখিয়েছিলেন। সেই শিক্ষা নিয়েই এগিয়ে যাচ্ছি।”

সরকারপ্রধান বলেন,“ সব ষড়যন্ত্রের জাল ছিন্ন করে পদ্মা সেতু নির্মাণ করতে পেরেছি। এটা শুধু সেতু নয়, ইট সিমেন্টের কন্সস্ট্রাকশন নয়; এই সেতু আমাদের অহংকার, গর্ব। আমাদের সক্ষমতার প্রতীক। এর সঙ্গে জড়িয়ে আছে আমাদের আবেগ, প্রত্যয়। যে আমরা এই সেতু তৈরি করবোই, সেই জেদ-প্রত্যয়।”

বক্তব্য শেষে প্রধানমন্ত্রী পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে স্মারক ডাকটিকিট, স্যুভেনিওর সিট, উদ্বোধনী খাম এবং বিশেষ সিলমোহর উন্মোচন করেন। এরপর তিনি ফটোসেশনে অংশ নেন।

Link copied!