শুরু হতে যাচ্ছে মুসলিম বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় সমাবেশ বিশ্ব ইজতেমা। প্রথম পর্ব ১৩ জানুয়ারি শুরু হয়ে ১৫ জানুয়ারি পর্যন্ত চলবে এবং দ্বিতীয় পর্ব আগামী ২০ জানুয়ারি শুরু হয়ে ২২ জানুয়ারি আখেরী মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে। বিশ্ব ইজতেমাকে কেন্দ্র করে সতর্কতা অবলম্বন করার কথা বলেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস।
বুধবার (১১ জানুয়ারি) এক সতর্কতা বিজ্ঞপ্তির মাধ্যমে ঢাকা এবং এর আশপাশের এলাকায় ভ্রমণ পর্যালোচনার পরামর্শ দিয়েছে মার্কিন দূতাবাস।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মুসলিম সমাবেশ বিশ্ব ইজতেমা আগামী ১৩ থেকে ১৫ জানুয়ারি এবং ২০ থেকে ২২ জানুয়ারি টঙ্গীর তুরাগ নদীর তীরে অনুষ্ঠিত হবে। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রায় তিন কিলোমিটার উত্তরে মূল সমাবেশস্থল। এতে প্রায় ৪০ লাখ মানুষ অংশগ্রহণ করবে বলে ধারণা করা হচ্ছে।
এতে বলা হয়, বাৎসরিক এই অনুষ্ঠান ঢাকাজুড়ে যানবাহন ও পথচারীদের চলাচলের ওপর বড় ধরনের প্রভাব ফেলবে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ যানজট কমাতে ঢাকার বেশ কয়েকটি প্রধান সড়কে যানবাহন চলাচল সীমিত করবে বলে মনে করা হচ্ছে।
মার্কিন দূতাবাস জানায়, আমরা আপনাদের উল্লেখিত সময়সীমার মধ্যে এবং অতিরিক্ত ট্রানজিট সময় চলাকালে ঢাকার মধ্য দিয়ে এবং এর আশপাশে আপনার নির্ধারিত ভ্রমণ পর্যালোচনা করতে পরামর্শ দিচ্ছি। এ ছাড়া ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভ্রমণকারী ব্যক্তিদের সঙ্গে বিমানের টিকিট রাখতে এবং পুলিশ চেকপোস্টে তা উপস্থাপন করতে প্রস্তুত থাকতে হবে।
দূতাবাসের কার্যক্রম স্বাভাবিক রয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এ ছাড়া বিজ্ঞপ্তিতে কোনো বড় সমাবেশ, বিক্ষোভ বা মিছিলের আশপাশে থাকলে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে।