শুক্রবার বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু হচ্ছে। টঙ্গীর তুরাগ নদের তীরে ইজতেমা মাঠে দলে দলে আসছেন মুসল্লিরা।বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) সকাল থেকেই দেশ-বিদেশের মুসল্লিদের আগমন ঘটছে ইজতেমা স্থানে।
তাবলিগ জামাতের মধ্যকার বিবাদজনিত কারণে এবারও আলাদাভাবে অনুষ্ঠিত হচ্ছে বিশ্ব ইজতেমা। গত ১৩ জানুয়ারি বাদ ফজর থেকে আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয়েছিল ইজতেমার প্রথম পর্বের আনুষ্ঠানিকতা। জানুয়ারির ১৩, ১৪ ও ১৫ তারিখ তাবলিগের আমির মাওলানা সাদ কান্ধলভীর বিরোধী হিসেবে পরিচিত মাওলানা জুবায়েরের অনুসারীরা ইজতেমা পালন করেন।
শুক্রবার থেকে তাবলিগের আমির মাওলানা সাদ কান্ধলভীর অনুসারীরা ইজতেমা করবেন। দেশের কল্যাণ, দুনিয়া ও আখেরাতের শান্তি কামনা করে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে এ পর্বের ইজতেমা শেষ হবে ২২ জানুয়ারি।
তুরাগের তীরে ১৬০ একর খোলা ময়দানে বাঁশের খুঁটির ওপর পাটের চট দিয়ে টাঙানো হয়েছে বিশাল প্যান্ডেল। শীতকে উপেক্ষা করেই চটের ছাউনির নিচে অবস্থান নিয়েছেন মুসল্লিরা। নিজ নিজ জেলার খিত্তায় অবস্থান নিয়েছেন তারা। বিদেশি মেহমানদের জন্য টিন দিয়ে করা হয়েছে আবাসস্থল।
এদিকে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব উপলক্ষে মুসল্লিরা টঙ্গীতে জড়ো হচ্ছেন। এর প্রভাবে রাজধানীর ঢাকা-ময়মনসিংহ সড়কে বিমানবন্দরগামী লেনে দেখা দিয়েছে প্রচণ্ড যানজট।