ইসি গঠনে দলগুলোর সঙ্গে রাষ্ট্রপতি সংলাপ শুরু করছেন

দ্য রিপোর্ট ডেস্ক

ডিসেম্বর ১৫, ২০২১, ০২:১৮ এএম

ইসি গঠনে দলগুলোর সঙ্গে রাষ্ট্রপতি সংলাপ শুরু করছেন

নির্বাচন কমিশন (ইসি) গঠনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শুরু করতে যাচ্ছেন।  আসছে ২০ ডিসেম্বর সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টির সঙ্গে আলোচনার মাধ্যমে এ প্রক্রিয়া শুরু হবে।

মঙ্গলবার (১৪ ডিসেম্বর) রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

আসছে ২০ ডিসেম্বর রাষ্ট্রপতির সঙ্গে  জাতীয় পার্টির সংলাপের বিষয়ে জানতে চাইলে দলের প্রেসিডিয়াম সদস্য ও অতিরিক্ত মহাসচিব সাইদুর রহমান টেপা দ্য রিপোর্ট ডট লাইভকে বলেন, “আমরা আনুষ্ঠানিক চিঠি পাইনি। তবে রাষ্ট্রপতির দপ্তর থেকে ২০ ডিসেম্বর বৈঠক হওয়ার বিষয়ে মেসেজ দেওয়া হয়েছে।”

বৈঠকে জাতীয় পার্টির কোনো প্রস্তাব থাকবে কি না, এমন প্রশ্নের জবাবে জাপার অতিরিক্ত মহাসচিব টেপা বলেন, “এ বিষয়ে দলের নেতাদের নিয়ে তারা বৈঠক করবেন। আগামীকাল পার্টির বৈঠক অনুষ্ঠিত হবে। ওই বৈঠকে রাষ্ট্রপতির সঙ্গে কী কী বিষয়ে আলোচনা হবে, তা ঠিক করা হবে।”

প্রসঙ্গত, আগামী ফেব্রুয়ারি মাসে বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ শেষ হচ্ছে। সংবিধানে কমিশন গঠনে আইন প্রণয়নের কথা উল্লেখ আছে। তবে এ-সংক্রান্ত আইন দেশে হয়নি। এ পরিস্থিতিতে গত দুই মেয়াদে রাষ্ট্রপতি আবদুল হামিদ রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে সার্চ কমিটি গঠন করেন। ওই কমিটি সম্ভাব্য ব্যক্তিদের তালিকা তৈরি করার পর রাষ্ট্রপতি সেখান থেকে প্রধান নির্বাচন কমিশনার ও অন্য কমিশনারদের নিয়োগ দেন।

Link copied!