আর কিছুদিন পরেই শুরু হচ্ছে রাজধানী থেকে গ্রামমুখী মানুষের স্রোত। করোনার প্রকোপ কম থাকায় দু’বছর পর এবার রেকর্ড সংখ্যক মানুষ ঢাকা ছাড়তে পারেন। সেই হিসাব মাথায় নিয়ে প্রস্তুতি নিতে শুরু করেছে সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষ। পিছিয়ে নেই বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ, বিআইডব্লিউটিএ। দেশের দক্ষিণাঞ্চলের পথে সবচেয়ে বড় বাহন লঞ্চ। তাই এই পথে মানুষের ঘরে ফেরায় দুর্ভোগ ও ভোগান্তি কমাতে বেশ কিছু ব্যবস্থা নিয়েছে বিআইডব্লিউটিএ।
সে অনুযায়ী ২০ এপ্রিল থেকে সারাদেশের নৌপথগুলোতে নিয়মিত লঞ্চের পাশাপাশি বিশেষ লঞ্চ ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে বিআইডব্লিউটিএ। সংস্থাটির নৌ-নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের এক সভার সিদ্ধান্ত অনুযায়ী, বিশেষ লঞ্চ ছাড়ার দিন অর্থাৎ ২০ এপ্রিল থেকে শুরু হবে লঞ্চের কেবিনের অগ্রিম টিকিট বিক্রি।
এছাড়া ঈদের পাঁচদিন আগে থেকে ঈদের পাঁচদিন পর পর্যন্ত নদীতে কোনো বাল্কহেড চলবে না। বিআইডব্লিউটিএ আরো জানিয়েছে, ঈদের পাঁচদিন আগে থেকে ঈদের পাঁচদিন পর পর্যন্ত লঞ্চ টার্মিনাল দিয়ে কোনো মোটরসাইকেল তোলা যাবে না।
কারণ এই দশদিন চলবে বিশেষ লঞ্চ। পরিস্থিতি বিবেচনায় বিশেষ লঞ্চ চলার এই সময়সীমা আরও বাড়ানো হতে পারে।