ঈদের দিন বাইক নিয়ে বের হয়ে আর বাড়ি ফেরা হল না আল-আমিনের

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ২৩, ২০২৩, ০১:২৫ এএম

ঈদের দিন বাইক নিয়ে বের হয়ে আর বাড়ি ফেরা হল না আল-আমিনের

ঈদের নামাজ শেষে বাড়ি ফিরেছিলেন আল-আমিন (২০)। এরপর মোটরবাইক নিয়ে বের হন ঘুরাঘুরি করতে। কিন্তু বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় পড়ে পাড়ি জমান না ফেরার দেশে। কলেজ ছাত্র আল-আমিনের এই মৃত্যুতে তার পরিবারে ঈদের দিন নেমে এসেছে শোকের মাতম।

 শনিবার  উপজেলার চাড়াভিটা এলাকায় যশোর-নড়াইল মহাসড়কে ওই দুর্ঘটনা ঘটে।

নিহত আল-আমিন যশোর সদর উপজেলার দোহাকুলা বীরডাঙ্গা গ্রামের অবসরপ্রাপ্ত সেনা সদস্য ফরিদুল কবিরের ছেলে। বাঘারপাড়া ডিগ্রি কলেজ থেকে এ বছর এইচএসসি পাস করেছেন তিনি।

প্রত্যক্ষদর্শীরা সাংবাদিকদের জানান, ঈদের নামাজ শেষে আল-আমিন মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হন। বেলা ১১টার দিকে বড়ভাই ইমনকে ছাতিয়ানতলা বাজারে রেখে বাড়ি ফিরছিলেন। পথে চাড়াভিটা এলাকায় ইটভাটার সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইকের সাথে আল-আমিনের বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় আল-আমিন সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে পাঠালে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সুভাশিষ রায় শনিবার বিকেলে জানান, হাসপাতালে আনার আগেই ওই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

Link copied!