উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেলেন যারা

দ্য রিপোর্ট ডেস্ক

সেপ্টেম্বর ১১, ২০২১, ০৫:০১ পিএম

উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেলেন যারা

বিভিন্ন জেলায় আসন্ন উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে যারা মনোনয়নপত্র জমা দিয়েছিলেন তাদের মধ্যে থেকে চূড়ান্ত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়েছে।

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে শনিবার (১১ সেপ্টেম্বর) সংসদীয় ও স্থানীয় সরকার জনপ্রতিনিধির মনোনয়ন বোর্ডের যৌথসভায় এ প্রার্থীদের চূড়ান্ত করা হয়।

আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিল্পব বড়ুয়া স্বাক্ষরিত এক তালিকায় এদের নাম প্রকাশ করা হয়েছে।

কুমিল্লা-৭ আসন

কুমিল্লার এই আসন থেকে আওয়ামী লীগ থেকে দলীয় মনোনয়ন পেয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সাবেক ভাইস চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক প্রাণ গোপাল দত্ত।

উপজেলা চেয়ারম্যান পদে যারা মনোনয়ন পেলেন

যশোর সদর উপজেলায় মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী, বাগেরহাট কচুয়া উপজেলায় নাজমা সরোয়ার, নারায়ণগঞ্জ সোনারগাঁ উপজেলায় সামসুল ইসলাম ভূঁইয়া, নরসিংদী সদর উপজেলায় আফতাব উদ্দিন ভূঁইয়া, কিশোরগঞ্জ বাজিতপুর উপজেলায় রাকিবুল হাসান শিবলী, নেত্রকোনা খালিয়াজুরী উপজেলায় রাব্বানী জব্বার, মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় ভানু লাল রায়, চাঁদপুর শাহরাস্তি উপজেলায় নাছরিন জাহান চৌধুরী, ফেনী সদর উপজেলায় শুসেন চন্দ্র শীল চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন।

পৌরসভায় যারা মনোনয়ন পেলেন

রাজশাহীর গোদাগাড়ী পৌরসভা উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন মো. অয়েজ উদ্দিন বিশ্বাস। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৭৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন মো. জিয়াউল হক।

Link copied!