ফেব্রুয়ারি ১৭, ২০২১, ১২:২২ পিএম
বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ‘বীর উত্তম’ খেতাব বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে সোমবার সকাল থেকে সমাবেশ করছে সংগঠনটির নেতাকর্মীরা। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে ওই কর্মসূচিতে সকাল থেকেই মহানগরীর বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা সমাবেশ স্থলে জড়ো হন।
সমাবেশে অংশ নেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী ও দলের চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আমানউল্লাহ আমানসহ অন্যান্য নেতারা। সমাবেশে দেওয়া বক্তব্যে আমানউল্লাহ আমান বলেন, এই সরকারকে আর কোন নির্বাচন করার সুযোগ দেওয়া হবে না।
সমাবেশকে ঘিরে যে কোন ধরণের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সকাল থেকে প্রেসক্লাব ও এর আশপাশের এলাকায় বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। গতকাল নয়াপল্টনে এক ঘোষণায় বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাড. রুহুল কবির রিজভী বলেছেন, স্বৈরতন্ত্র ও মাফিয়াতন্ত্রের পতনের দাবিতে এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ‘বীর উত্তম’ এর খেতাব বাতিলের সরকারি অপচেষ্টার প্রতিবাদে বুধবার বরিশাল বিভাগ বাদে ঢাকাসহ সারা দেশে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ অনুষ্ঠিত হবে।
কেন্দ্রঘোষিত এ কর্মসূচির অংশ হিসেবে আজ রাজধানী ছাড়াও সারাদেশে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভের আয়োজন করেছে বিএনপির নেতাকর্মীরা।