এটিএম কার্ড জালিয়াতি: স্বীকারোক্তি দিলেন তুরস্কের নাগরিক হাকান

দ্য রিপোর্ট ডেস্ক

জানুয়ারি ২৬, ২০২২, ০৭:৩০ এএম

এটিএম কার্ড জালিয়াতি: স্বীকারোক্তি দিলেন তুরস্কের নাগরিক হাকান

ঢাকায় একটি বেসরকারি ব্যাংকের বিভিন্ন বুথ থেকে ‘জালিয়াতির মাধ্যমে’ টাকা তোলার চেষ্টার অভিযোগে গ্রেপ্তার তুরস্কের নাগরিক হাকান যানবুরকান আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

মঙ্গলবার ঢাকা মহানরগর হাকিম রশীদ ছিদ্দিকীর খাসকামরায় তার জবানবন্দি রেকর্ড করা হয়। পরে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক।

আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী আজাদ রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, একই ঘটনায় গ্রেপ্তার বাংলাদেশের নাগরিক মো. মফিউল ইসলামকেও কারাগারে পাঠিয়েছে আদালত।

ইস্টার্ন ব্যাংক লিমিটেডের বিভিন্ন বুথ থেকে তিন দিনে ‘৮৪ বার’ টাকা তোলার চেষ্টা করলে গত ১৮ জানুয়ারি তাদের গুলশান-১ নম্বর এলাকা থেকে গ্রেপ্তার করে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট- সিটিটিসি।

এ ঘটনায় সিটিটিসির উপ-পরিদর্শক পিটার বিশ্বাস গত ১৯ জানুয়ারি পল্টন থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা করেন। পরে দুই আসামিকে পাঁচ দিনের রিমান্ডে পাঠায় আদালত।

আজাদ রহমান জানান, মঙ্গলবার রিমান্ড শেষে তাদের দুজনকে আদালতে হাজির করেন মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের সিটিটিসি ইউনিটের পরিদর্শক (নিরস্ত্র) মো. মামুন অর রশিদ।

হাকান যানবুরকান আদালতে স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে রাজি হওয়ায় তদন্ত কর্মকর্তা তা রেকর্ড করার জন্য এবং মফিউল ইসলামকে কারাগারে আটক রাখার আবেদন করলে আদালত তা মঞ্জুর করে।

Link copied!