ওআইসির বৈঠকে যাচ্ছেন না পররাষ্ট্রমন্ত্রী মোমেন

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ২০, ২০২২, ০৮:৫০ পিএম

ওআইসির বৈঠকে যাচ্ছেন না পররাষ্ট্রমন্ত্রী মোমেন

ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) পররাষ্ট্রমন্ত্রীদের ৪৮তম বৈঠকে অংশ নিতে পাকিস্তানে যাচ্ছেন না পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। তাঁর পরিবর্তে পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন ওই বৈঠকে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন। আগামী ২২ ও ২৩ মার্চ ইসলামাবাদে ওআইসির বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

রবিবার পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন গণমাধ্যমকে এ তথ্য জানান।

পররাষ্ট্রসচিব মোমেন বলেন, ওআইসির বৈঠকে যোগ দিতে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনকে আমন্ত্রণ জানিয়েছিলেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাখদুম কোরেশি। সম্প্রতি তুরস্ক থেকে দেশে ফেরার পর পররাষ্ট্রমন্ত্রী অসুস্থ হয়ে পড়েছিলেন। এই পরিস্থিতিতে চিকিৎসকের পরামর্শে পররাষ্ট্রমন্ত্রী বিশ্রাম নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

পাকিস্তানের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনের কারণে দুই দেশের মধ্যে মন্ত্রী পর্যায়ের সফর বিনিময় এক রকম বন্ধ রয়েছে। দ্বিপক্ষীয় বৈঠক তো বটেই, এমনকি বহুপক্ষীয় কোনো বৈঠক পাকিস্তানে হলে তাতে অংশ নেওয়া থেকে বিরত থাকছেন বাংলাদেশের মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা।

Link copied!