ওসমানী বিমানবন্দরে বিমানের চাকা ফেটে ফ্লাইট ওঠানামা বন্ধ

দ্য রিপোর্ট ডেস্ক

ফেব্রুয়ারি ৩, ২০২৩, ০১:১৭ পিএম

ওসমানী বিমানবন্দরে বিমানের চাকা ফেটে ফ্লাইট ওঠানামা বন্ধ

১৪৮ যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে উড্ডয়নের সময় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি উড়োজাহাজের চাকা ফেটে যায়। এ কারণে বিমানবন্দরটিতে ফ্লাইট ওঠানামা আপাতত বন্ধ রয়েছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

শুক্রবার (৩ ফেব্রুয়ারি) দুপুর সোয়া ১টার দিকে বিমানবন্দরের রানওয়েতে এ ঘটনা ঘটে। 

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যবস্থাপক হাফিজ উদ্দিন আহমদ জানান, ১৪৮ যাত্রী নিয়ে বাংলাদেশ বিমানের একটি অভ্যন্তরীণ রুটের একটি ফ্লাইট (বিজি-৬০২) ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা ছিল। দুপুর সোয়া ১টার দিকে উড্ডয়নের জন্য বিমানটি রানওয়েতে যায়। এ সময় বিকট শব্দে বিমানের একটি চাকা ফেটে যায়।

এ ঘটনা পর বিমানে থাকা যাত্রীদের নিরাপদে নামিয়ে আনা হয়েছে। বিমানের চাকা মেরামতের কাজ চলছে।

তিনি আরও জানান, বিমানবন্দরে বিমান ওঠানামা সাময়িকভাবে বন্ধ রয়েছে। রানওয়ে ক্লিয়ার করতে আরও ৩০ মিনিটের মতো সময় লাগতে পারে বলে জানিয়েছেন ওসমানী বিমানবন্দরের এই কর্মকর্তা।

Link copied!