কিডনি চক্রের মূল হোতাসহ ৯ সদস্য আটক

দ্য রিপোর্ট ডেস্ক

জানুয়ারি ১৩, ২০২২, ০৩:৫৫ এএম

কিডনি চক্রের মূল হোতাসহ ৯ সদস্য আটক

দেশের বিভিন্ন স্থানে কিডনি কেনাবেচা চক্রের মূল হোতাসহ ৯ সদস্যকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশান ব্যাটালিয়ন (র‌্যাব)। মঙ্গলবার দিবাগত রাতে জয়পুরহাট র‌্যাবের একটি দল কালাই উপজেলার জয়পুর বহুতি, বৈরাগীহাট, মোসলেমগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে তাদের আটিক করে।

বুধবার বেলা সাড়ে ১১টায় র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ তথ্য জানান র‌্যাব-৫-এর অধিনায়ক লে. কর্নেল মো. জিয়াউর রহমান তালুকদার এ তথ্য জানান।

আটককৃতরা হলেন - কালাই উপজেলার উলিপুর গ্রামের খাজা ময়েন উদ্দিন (চক্রের মূল হোতা), আজাদুল ইসলাম (৩৭), আব্দুল করিম ফোরকান আলী (৪৫), আফসার মণ্ডল (৫৬), নুরুল ইসলাম (৫১), বাবলু ফকির (৫২), সোবহান মন্ডল (৫২), মোজাহিদুল মণ্ডল (৪১) ও সাজেদুল ফকির (৩৭)। তাদের সবার বাড়ি জয়পুরহাট জেলায়।

সংবাদ সম্মেলনে র‌্যাব-৫-এর অধিনায়ক জানান, এই সংঘবদ্ধ কিডনি কেনাবেচা চক্রটি বিভিন্ন দলে বিভক্ত হয়ে আর্থিক অনটনে জর্জরিত মানুষদের টার্গেট করে অর্থের প্রলোভন দেখিয়ে তাদের দেহ থেকে কিডনি সংগ্রহ করতে।  এসব কিডনির গ্রাহক প্রধানত দেশের ধনী পরিবার ও পাশের দেশগুলো। ভিকটিমরা মোটা অঙ্কের টাকার লোভেই এই কাজে প্ররোচিত হয়। তবে চক্রটি চুক্তি মোতাবেক পাওনা পরিশোধ করে না। পরবর্তী সময়ে ভিকটিমরা টাকা চাইলে তাদের প্রাণনাশের হুমকিসহ আইনের ভয়-ভীতি প্রদর্শন করে।

র‌্যাব অধিনায়ক আরও জানান, আটককৃতদের নামে মানবদেহে অঙ্গ-প্রত্যঙ্গ সংযোজন আইনে একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও তিনি জানান।

Link copied!