কুমিল্লার ঘটনায় জড়িতদের ছাড় দেওয়া হবে না

দ্য রিপোর্ট ডেস্ক

অক্টোবর ১৪, ২০২১, ০৩:০১ এএম

কুমিল্লার ঘটনায় জড়িতদের ছাড় দেওয়া হবে না

কুমিল্লার ঘটনায় যারাই জড়িত হোক কাউকেই ছাড় দেওয়া হবে না বলে হুশিয়ারি উচ্চারণ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুর কাদের। বুধবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর কেআইবি প্রাঙ্গণে শারদীয় দুর্গা পূজার মহাষ্টমী'র শুভেচ্ছা প্রদান অনুষ্ঠানে কুমিল্লার একটি পুজা মণ্ডপ থেকে কুরআন শরীফ পাওয়ার পর ছড়িয়ে পড়া সহিংসতার প্রেক্ষাপটে তিনি এই হুশিয়ারি উচ্চারণ করেন।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘কুমিল্লার ঘটনায় যারাই জড়িত তাদেরকে আইনের আওতায় আনা হবে। কেউ ছাড় পাবে না’। এসময় তিনি দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান।

ওবায়দুল কাদের কুমিল্লার ঘটনা সাম্প্রদায়িক অপশক্তির কাজ উল্লেখ করে বলেন, ‘যারা হিন্দুদের মন্দিরে হামলা চালায় তারা দলীয় পরিচয়ের হলেও ছাড় দেওয়া হবে না’।

তিনি বলেন, ‘আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে এদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি যারা নষ্ট করতে চায় তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য নজির স্থাপন করেছেন উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন সারাদেশে এক উৎসব মুখর পরিবেশে সার্বজনীন দূর্গাপূজা দূর্গা উৎসবে পরিণত হয়েছে’।

তিনি আরো বলেন, ‘সারাদেশে প্রায় ৩০ থেকে ৩৫ হাজার পূজামণ্ডপে উৎসব পালিত হচ্ছে, তাই একটি কুচক্রী মহলের গাত্রদাহ হচ্ছে। ওবায়দুল কাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানিয়ে বলেন কোন দুর্বৃত্ত যাতে মন্দিরে বিশৃঙ্খলা সৃষ্টি বা হামলা করতে না পারে সেদিকে সতর্ক থাকতে হবে’।

এই ঘটনায় ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলাল বলেছেন, দুষ্কৃতিকারীদের খুঁজে বের করে আইনের এনে উপযুক্ত শাস্তি দেওয়া হবে। তিনি এসময় আইন নিজেদের হাতে তুলে না নিতে সবার প্রতি আহ্বান জানান।

এদিকে এই ঘটনার সত্যতা খতিয়ে দেখতে স্থানীয় প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে ধর্ম মন্ত্রণালয়ের পক্ষ থেকে। ধর্ম প্রতিমন্ত্রী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

ধর্ম মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়, ধর্মীয় সম্প্রীতি বিনষ্টকারীদের খুঁজে বের করে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হবে। বিজ্ঞপ্তিতে সবাইকে ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে সবার প্রতি আহ্বান জানানো হয়।

Link copied!