কুমিল্লার নির্বাচিত নগরপিতা কে এই রিফাত?

দ্য রিপোর্ট ডেস্ক

জুন ১৫, ২০২২, ০৯:৪০ পিএম

কুমিল্লার নির্বাচিত নগরপিতা কে এই রিফাত?

কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) নির্বাচনে বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী আরফানুল হক রিফাত। তিনি পেয়েছেন  ৫০ হাজার ৩১০ ভোট।  অপরদিকে, তার নিকটতম প্রতিদ্বন্ধী স্বতন্ত্র প্রার্থী মো. মনিরুল হক সাক্কু পেয়েছেন ৪৯ হাজার ৯৬৭ ভোট। এই হিসেবে সাক্কুর থেকে মাত্র ৩৪৩ ভোট বেশি পেয়েছেন রিফাত।

কুমিল্লা মহানগরবাসীর কাছে রিফাত পরিচিত মুখ হলেও দেশের মানুষের কাছে তেমন আলোচিত না। তিনি বর্তমানে কুমিল্লা মহানগর শাখা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। 

কুসিক নির্বাচনে মোট ১৪ জন আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেন। প্রায় অর্ধডজন মনোনয়নপ্রত্যাশী আওয়ামী লীগের মনোনয়ন লাভের জন্য ব্যাপক দৌড়ঝাঁপ করেন। পরে নৌকা প্রতীক পান রিফাত।

আরফানুল হক রিফাত ১৯৭৪ সালে কুমিল্লা জিলা স্কুল থেকে এসএসসি পাশ করেন। পরে পর্যায়ক্রমে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে এইচএসসি এবং স্নাতক ডিগ্রি লাভ করেন।

১৯৭৫ সালের ১৫ আগস্টের পর কুমিল্লা টাউনহল মাঠে বিতর্কিত রাষ্ট্রপতি খুনী মোশতাকের জনসভা পণ্ড করার অপরাধে সামরিক আইনে তিন বছরের সাজা হয়েছিল আরফানুল হক রিফাতের।

কুমিল্লা জিলা স্কুলের শিক্ষার্থী থাকা অবস্থায়  কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি এবং কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য হাজী আ ক ম বাহাউদ্দিন বাহারের অনুসারী হিসেবে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হন।

১৯৮০ সালে তিনি শহর ছাত্রলীগের সভাপতির পদ লাভ করেন। ১৯৮১ সালে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ ছাত্র সংসদের ছাত্রলীগের প্যানেলে তিনি বহিঃক্রীড়া ও ব্যায়ামাগার সম্পাদক নির্বাচিত হন। 

ওই সময় কলেজ ছাত্র সংসদে প্রথম জাতির পিতার ছবি উত্তোলন করেন। একই বছরে জামায়াত শিবির কর্তৃক আক্রমণের শিকার হন। ওই সময় তার দুই হাত এবং দুই পায়ের রগ কেটে দেওয়া হয়।

১৯৮৩-৮৫ সাল পর্যন্ত তিনি সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হসপিটালে চিকিৎসা নিয়ে সুস্থ হন। পরবর্তীতে এরশাদবিরোধী আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেন। ১৯৯৬ সালে তিনি আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় সদস্য পদ লাভ করেন।পরবর্তীতে তিনি কুমিল্লা জেলা যুবলীগের সহ-সভাপতির দায়িত্ব পালন করেন। ২০১৭ সালে তিনি কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের পদ লাভ করেন। 

গত ১২ বছর যাবত তিনি কুমিল্লা জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি এবং জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। রিফাত কুমিল্লা ক্লাবের দুইবারের নির্বাচিত সাধারণ সম্পাদক ছিলেন। 

Link copied!