মিয়ানমার সেনাবাহিনীর নির্যাতনে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্প থেকে পালানোর সময় ২০ রোহিঙ্গা নাগরিককে আটক করেছে র্যাব। রবিবার (৫ মার্চ) রাতে উখিয়া রোহিঙ্গা ক্যাম্পের মরিচ্যা বাজার এলাকা থেকে র্যাবের একটি দল তাদের আটক করে।
র্যাব-১৫-এর সিনিয়র সহকারী পরিচালক (ল অ্যান্ড মিডিয়া) মো. আবু সালাম চৌধুরী গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
আটক রোহিঙ্গারা হলেন— আব্দুর রহমান, আলী হোসেন, আবুল মনসুর,বশির আহম্মদ, নূর মোহাম্মদ, সাব্বির হোসেন, নজু মিয়া, আয়াছ, সলিম উল্লাহ, আবু তাহের, সোনা আলী, সায়দ, রশিদ আহম্মদ, সাইদুর রহমান, সৈয়দ হোসেন, আমীর হোসেন, রশিদ উল্লাহ, আমান উল্লাহ, আব্দুল হামিদ ও সেলিম। তারা সবাই কুতুপালং, থ্যাইংখালীসহ বিভিন্ন ক্যাম্পে পরিবার-পরিজন নিয়ে অবস্থান করছিলেন।
র্যাব কর্মকর্তা আবু সালাম চৌধুরী বলেন, “দেশের বিভিন্ন অঞ্চলে পালানোর উদ্দেশ্যে একদল রোহিঙ্গা উখিয়ার মরিচ্যা বাজার গরুর হাটে জড়ো হয়েছেন- এমন গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাতে কক্সবাজার-টেকনাফ সড়কের মরিচ্যা গরুর বাজার এলাকায় অভিযান চালানো হয়। র্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে ২০ রোহিঙ্গাকে আটক করা হয়।’
র্যাবের এই কর্মকর্তা আরও জানান, “প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক রোহিঙ্গারা স্বীকার করেছেন কক্সবাজার কুতুপালং, থ্যাইংখালীসহ বিভিন্ন ক্যাম্পে পরিবার-পরিজন নিয়ে অবস্থান করছিলেন তারা। বিভিন্ন জেলায় স্থায়ীভাবে বসবাসের উদ্দেশ্যে তারা উখিয়ার মরিচ্যা বাজার গরুর হাটে জড়ো হয়েছিলেন।’ আটক রোহিঙ্গাদের উখিয়া থানায় সোপর্দ করা হয়েছে বলেও তিনি জানান।