খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ বৃদ্ধির প্রক্রিয়া চলছে:স্বরাষ্ট্রমন্ত্রী

দ্য রিপোর্ট ডেস্ক

সেপ্টেম্বর ১৬, ২০২১, ০৪:১৭ পিএম

খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ বৃদ্ধির প্রক্রিয়া চলছে:স্বরাষ্ট্রমন্ত্রী

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ বাড়ানোর বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ইতোমধ্যে খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ আরও ৬ মাস বাড়াতে মত দেওয়া হয়েছে।স্থায়ী মুক্তির জন্য করা আবেদনে সাজা স্থগিতের মেয়াদ আরও ৬ মাস বাড়ানোর জন্য মত দেয় আইন মন্ত্রণালয়।

আইন মন্ত্রণালয়ের ওই সিদ্ধান্তের অগ্রগতি সম্পর্কে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘খালেদা জিয়ার ছোট ভাই আমাদের কাছে একটি আবেদন নিয়ে এসেছিলেন। যথাযথ প্রক্রিয়া অনুসরণের জন্য আমরা সেটি আইন মন্ত্রণালয়ে পাঠিয়েছিলাম। আমি কিছুদিন বিদেশে ছিলাম,সবে ফিরেছি। আইন মন্ত্রণালয় যে মতামত দিয়েছে, সে অনুযায়ী প্রক্রিয়া চলছে।’

স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, খালেদা জিয়ার সাজা স্থগিতের শেষ সময় ২৪ সেপ্টেম্বর। আসছে ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিদেশ যাচ্ছেন। তাই এ দিনটিই আছে। বিষয়টি প্রক্রিয়াধীন আছে।’

দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া কারাগারে ছিলেন। তবে নির্বাহী আদেশে তার দণ্ড স্থগিত রয়েছে। চলতি বছরের এপ্রিলে করোনায় আক্রান্ত হন খালেদা জিয়া। পাশাপাশি শারীরিক নানা জটিলতায় ভুগছেন সাবেক এই প্রধানমন্ত্রী। তাই উন্নত চিকিৎসার জন্য মুক্তি চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেন খালেদো জিয়ার ছোট ভাই শামীম এাস্কান্দার।

Link copied!