চট্টগ্রামের সাতকানিয়ায় বেলাল উদ্দিন (৪৫) নামে স্থানীয় এক আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার রাতে তৈয়ারপাড়া গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে একজনকে আটক করেছে পুলিশ।
স্থানীয়রা জানান, বেলাল উদ্দিন সাতকানিয়া থানার ২নং খাগরিয়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। বুধবার রাত সাড়ে ১০টার দিকে দুর্বৃত্তরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালিয়ে বেলাল-কে মারাত্মকভাবে জখম করে ফেলে যায়। পরবর্তীতে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, ‘খাগরিয়ায় আওয়ামী লীগ নেতাকে ছুরিকাঘাতের খবর পেয়েই আমি ঘটনাস্থলে যাই। এর মধ্যে এই হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে।’ সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জাকারিয়া রহমান জিকু ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
খাগরিয়া ইউনিয়ন যুবলীগ নেতা হাছান মাহামুদ জানান, বেলাল স্থানীয় বাজার থেকে বাড়িতে ফেরার সময় তৈয়ারপাড়া এলাকায় পৌঁছালে পূর্ব থেকে ওৎ পেতে থাকা ১০ থেকে ১২ জন সন্ত্রাসী তার গতিরোধ করে। এরপর তাঁকে উপর্যুপরি কুপিয়ে ও ছুরিকাঘাত করে। বেলালের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
পরে বেলালকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে দোহাজারী পৌরসভার ৩১ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর তাঁকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।