চট্টগ্রামে ইউপি ভোটকেন্দ্রে ককটেল-গুলিবর্ষণ

দ্য রিপোর্ট ডেস্ক

ফেব্রুয়ারি ৭, ২০২২, ১১:১৫ এএম

চট্টগ্রামে ইউপি ভোটকেন্দ্রে ককটেল-গুলিবর্ষণ

দেশের সপ্তম ধাপে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার খাগরিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও গুলিবর্ষণের খবর পাওয়া গেছে। এ সময় কেন্দ্রে ককটেল বিস্ফোরণ করা হয়।

সোমবার সকাল পৌনে ১০টার দিকে গণিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। সাতকানিয়ার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বাঁশখালী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ওমর ফারুক গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, “এ ঘটনায় ভোটগ্রহণ স্থগিত করা হয়নি। আমরা পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে এনেছি।”

এদিকে, নির্ধারিত সময়ের দেড় ঘন্টা পর গণিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়। ওই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার তাপস বড়ুয়া গণমাধ্যমে বলেন, “রবিবার সকাল ৮টার দিকে কেন্দ্রে গিয়ে দেখা যায় সেখানে মলমূত্র ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা। এরপর এসব পরিষ্কার করে সকাল সাড়ে ৯টার দিকে ভোটগ্রহণ শুরু হয়েছে।

অন্যদিকে, সকাল সাড়ে ৯টায় ভোটগ্রহণ শুরু হলেও ওই কেন্দ্রে পাশের পাহাড় থেকে দুর্বৃত্তরা গুলি বর্ষণ করলে চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ও বিজিবি সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পাল্টা গুলি করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সাতকানিয়া থানার ওসি খালেদ হোসেন গুলিবর্ষণের বিষয়টির সত্যতা নিশ্চিত করে গণমাধ্যমে বলেন, “পাহাড় থেকে বিচ্ছিন্নভাবে ককটেল ও গুলি বর্ষণ করে দুর্বৃত্তরা। পরে পুলিশ ও বিজিবি সেখানে গিয়ে পাল্টা গুলি করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।” এছাড়া এ কেন্দ্রে বর্তমানে দুই প্লাটুন বিজিবি সদস্য অবস্থান নিয়েছেন ও সেনাবাহিনীও টহল দিচ্ছে বলে তিনি জানান।

Link copied!